Inqilab Logo

শুক্রবার, ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বাঘের চামড়া উদ্ধার করে তারা বিপাকে

সংবাদ সম্মেলনে অভিযোগ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

বাঘের চামড়াসহ আসামি গ্রেফতার করে বিপাকে পড়েছে বন বিভাগের দুই সদস্য। আর নিরাপত্তাহীনতায় ভুগছে তাদের পরিবারের সদস্যরা। খুলনায় এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বাগেরহাট বন বিভাগের সদস্য মোস্তফা হাওলাদারের ভ্রাতা বাহাদুর হাওলাদার।
গতকাল সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, গত ২০১১ সালের ১৬ ফেব্রæয়ারি সুন্দরবন থেকে ৩টি বাঘের চামড়াসহ আসামি জামাল ফকির ও খায়ের মিয়া বয়াতিকে গ্রেফতার করেন বন বিভাগের সদস্য আমার ভাই মোস্তফা হাওলাদার ও সুলতান হাওলাদার। যার জন্য আসামিদের ৩ বছর করে সাজাও হয়। কিন্তু পরবর্তীতে আসামিগণ জামিনে বের হয়ে বিভিন্নভাবে আমাদের ও আমাদের পরিবারের সদস্যদের হুমকি ধমকি দিয়ে আসছে। এমনকি আমাদের ছেলে মেয়েদের রাস্তাঘাটে ইভটিজিংসহ নানাভাবে হেনস্তা করে আসছে। বর্তমানে আমরা ও আমাদের পরিবার নিরাপাত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে থানায় জিডি করেও কোন লাভ হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ