রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলে ৬২ তম আখ মাড়াই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ১ লাখ ২৬ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ১০ হাজার ৭১০ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে গত শুক্রবার বিকেলে ঠোঙ্গায় আখ ফেলে উদ্বোধন করা হয়।
এর আগে আলোচনা সভা ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। এ সময় ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জামাল আব্দুন নাছের বাবুল, দেওয়ানগঞ্জ উপজেলা চেয়ারম্যান সোলাইমান হোসেন, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইসলামপুর পৌর মেয়র আ. কাদের, জিল বাংলা সুগার মিলের মহাব্যবস্থাপক ইকবাল হোসেন, জিএম অর্থ শরিফ মোহাম্মদ জিয়াউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, ১৯৫৮ সালে জিলপাক সুগার মিল নামে এ চিনিকলটি প্রতিষ্ঠা লাভ করে। এলাকাবাসী ও স্থানীয় শ্রমিকরা জানান, দিনদিন জরাজীর্ণ হয়ে পড়ছে দেশের দ্বিতীয় বৃহত্তম চিনি শিল্প প্রতিষ্ঠান দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিল। তবে ৩৭০ কোটি টাকা লোকসান মাথায় নিয়ে এবারের আখ মাড়াই শুরু হলো। প্রতিদিন ২৯টি ক্রয় কেন্দ্রের আখ চাষিদের কাছ থেকে আখ ক্রয় করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।