রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই দিনব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তেঘরিয়া মিরাপাড়া সৈয়দ বাড়ির উদ্যোগে ১৫ তম মাহফিল আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার ও শুক্রবার সৈয়দবাড়ীতে গভীর রাত পর্যন্ত এ মাহফিল চলে। উজানী পীর হযরত মাওলানা এহতেরামুল হক আখিরী মোনাজাত পরিচালনা করেন। মধুপুর পীর মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে ১ম দিনে মাহফিলে ওয়াজ করেন সোনারগাঁও মাদরাসার মুহতামিম হযরত মাওলানা সানাউল্লাহ নূরী, মাওলানা শফিউল্লাহ লহরী, মাওলানা আহমদুল্লাহ সাহেব। ২য় দিনে প্রধান অতিথি হিসেবে ছিলেন চরমোনাই খলিফা ও খুলনার পীর হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহম্মেদ। আরও ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, আহবান শিল্পী গোষ্ঠির পরিচালক এইচ এম সাইফুল ইসলাম, শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম, উপ-পরিদর্শক হাসান আক্তার আহমেদ, রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সমাজ সেবক মো. রিয়াজ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শামীম চঞ্চল চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. আসাদুজ্জাম বিপ্লব, সবুজ হোসেন বেপারী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।