রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আল্লামা ছৈয়দ মুহাম্মদ তাহের শাহ্্ এর শাহাজাদা আল্লামা ছৈয়দ মোহাম্মদ হামিদ শাহ্্ (ম.জি.আ.) বলেছেন আল্লাহর সান্নিধ্য পেতে হলে নবী করিম (সা.)-এর পথ অনুসরণ করতে হবে। পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে হযরত নবী করিম (সা.) কে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। নবীর পরে যুগে যুগে অনেক অলি বুজর্গ, পীর মায়াশেখগণ ইসলাম প্রচার করেছেন। আওলাদে রাসূল ছৈয়দ আহমদ ছিরিকোর্ট সাহেব সূদুর পাকিস্তান থেকে বাংলাদেশে এসে চট্টগ্রামে জামেয়া আহমদিয়া মাদরাসা প্রতিষ্ঠা করে দ্বীনের ভিত্তি স্থাপন করেছেন। তারই সুযোগ্য সন্তান ছৈয়দ মোহাম্মদ তৈয়্যব শাহ্্ এদেশে নবীর প্রেমে জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) সৃষ্টি করেছেন। তিনি যেখানে পা রেখেছেন সেখানে মসজিদ, মাদরাসা, এতিমখানা প্রতিষ্ঠিত হয়েছে। তার শাহ্্জাদা তাহের শাহ্্ (ম.জি.আ.) বর্তমানে তার প্রসার ঘটিয়েছে। তিনি সকলকে দ্বীনি খেদমত করার জন্য আহবান জানান। পটিয়ায় জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তাজেদারে মদিনা কনফারেন্স গত শুক্রবার পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় ময়দানে লক্ষাধিক ধর্ম প্রাণ মুসলিম নারী-পুরুষের উপস্থিতে সৈয়্যদ মুহাম্মদ হামিদ শাহ (ম.জি.আ.)-এর উপরোক্ত বক্তব্য রাখেন। এতে মেহমান ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মো. মিজানুর রহমান, শেরে মিল্লাত শায়খুল হাদিস মুফতি ওবায়দুল হক নঈমী, আনজুমান ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি আলহাজ মো. সিরাজুল হক, গাঊছিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ পেয়ার মুহাম্মদ কমিশনার, মুফতি আবদুল ওয়াজেদ, এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, সাবেক মেয়র নুরুল ইসলাম, কাউন্সিলর গোফরান রানা, খোরশেদ গনি, মাহফিল উদযাপন কমিটির আহবায়ক আবু তাহের মুজাহেদী, সদস্য সচিব শহীদুল ইসলাম চৌধুরী শামিম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।