Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সুস্থ হয়ে গানে ফিরেছেন ইত্যাদিখ্যাত সঙ্গীতশিল্পী আকবর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

দীর্ঘদিন অসুস্থ ছিলেন ইত্যাদির মাধ্যমে আলোচিত সঙ্গীতশিল্পী আকবর। এখন সুস্থ হয়েছেন। গানেও ফিরেছেন। সর্বশেষ এক বছর আগে ‘পাগলী’ শিরোনামের একটি গান তার কণ্ঠে প্রকাশিত হয়েছিল। এ সপ্তাহে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। প্রেম আমাকে দেয়নি কিছুই শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটি লিখেনছেন প্রসেনজিৎ মন্ডল। সুর-সংগীতায়োজনে অমিত কর। আকবর বলেন, খুবই সুন্দর কথার একটি গান। অনেক দিন পর এমন সুন্দর একটি গান গেয়ে খুবই ভালো লাগছে। আমার মনে হয়, শ্রোতাদের জন্য ভালো একটি গান করতে পেরেছি। যারা আমার গান পছন্দ করেন, তাদের এই গানটি ভালো লাগবে। আকবর জানান, এখন আমি বেশ সুস্থ। স্টেজ শোও শুরু করেছি। গত রোববার কুমিল্লায় একটি কনসার্ট করেছি। সামনে বিদেশেও সফর আছে। আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে সুস্থ থাকতে পারি। নিয়মিত গান করতে পারি। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে কিডনিসহ নানা সমস্যায় আক্রান্ত হন রিক্সাচালক থেকে গায়ক হয়ে উঠা আকবর। সে বছর ইত্যাদির সঞ্চালক হানিফ সংকেতের সহায়তায় তিনি বেশ সুস্থ হয়ে উঠেন। এরপর কিছুদিন ভালো থাকলেও চলতি বছরের শুরুর দিকে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। এবারও সহযোগিতার হাত বাড়ান হানিফ সংকেত। পাশাপাশি প্রধানমন্ত্রী দেওয়া সহায়তায় দীর্ঘ চিকিৎসার পর ফের সুস্থ হয়ে উঠেন কিশোর কুমারের একদিন পাখি উড়ে যাবে যে আকাশে শীর্ষক গান গেয়ে রাতারাতি তারকা হয়ে উঠা আকবর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ