Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘একটি মহল গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে’

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৯, ৫:২৭ এএম

ময়মনসিংহ রেঞ্জের ডি আই জি নিবাস চন্দ্র মাঝি বিপিএম (সেবা) বলেছেন, একটি মহল গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে। এ ব্যাপারে পুলিশ বাহিনীকে সতর্ক থাকতে হবে। গুজব রটনাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি গ্রহন করেছে। মাদক ব্যবসার যাতে যত প্রভাবশালী ব্যাক্তিই জড়িত থাকুক না কেন, তাদেরকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে সড়ক আইন প্রনয়ণ করা হয়েছে। প্রথমেই আমরা জনগনকে আইনটির ব্যপারে জনসচেতনতা বাড়াচ্ছি। পরবর্তী পর্যায়ে সরকারের নির্দেশে আইনটি বাস্তবায়ন করা হবে। তাই সকলের উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। তিনি বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয়ের মেইন গেইট, ড্রেন ও ওয়াকওয়ে নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপনের আগে সম্মেলন কক্ষ্যে ই-ট্রাফিকিং ব্যবস্থা চালু, গ্রামীন ফোন ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাথে চুক্তি, মাদক ও গুজবের ব্যাপারে জন সচেতনতা সৃষ্টি বিষয়ক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন।
পুলিশ সুপার আকবর আলী মুনসী’র সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শাহজাহান মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কার্য নির্বাহী সহ-সভাপতি সেকান্দর ই আজম, আইসিটিএলের প্রতিনিধি আরাফাত হোসেন, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম, গ্রামীন ফোনের ব্যবস্থাপক হেলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফখরুজ্জামান জুয়েলসহ সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক বিভাগের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ