Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চবি অ্যালামনাইর পুনর্মিলনী শুরু আজ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৯, ১২:২৩ এএম

 ‘প্রাণের উৎসবে মাতি উল্লাসে’ স্লোগানে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সংবাদ সম্মেলনে পুনর্মিলনী আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন অ্যাসোসিয়েশনের নেতারা।

চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম বলেন, আজ বিকাল তিনটায় নগরীর চারুকলা ইনস্টিটিউট থেকে শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে পুনর্মিলনীর আনুষ্ঠানিকতা। সিআরবি শিরিষ তলায় শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হবে বাউল গান। পরদিন শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শিরীন আখতার পুনর্মিলনীর উদ্বোধন করবেন।

ওই দিন নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ছাড়াও সাবেক ভিসিদের সম্মাননা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভোজ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকে ৪৯ ব্যাচের আট হাজারেরও বেশি সাবেক শিক্ষার্থী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হয়েছেন বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে কামরুল হাসান হারুণ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ছগীর আহমদ, সাইফুদ্দিন সাকী, দাউদ আব্দুল্লাহ লিটন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ