বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আশুলিয়া সংবাদদাতা : ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার ইউনিক এলাকায় অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে শারীরিকভাবে নির্যাতনের পর তার মাথার চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে এলাকার এক বখাটের বিরুদ্ধে।
অভিযুক্ত বখাটে ওই এলাকার মৃত রফিকের ছেলে রাজু।রাজু সন্ত্রাসী ও চাঁদাবাজ বলেও পরিচিত। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ওই কিশোরীর হতদরিদ্র রিকশাচালক বাবা। আজ বুধবার কিশোরীর পরিবার ও আশুলিয়া থানা সূত্রে এ খবর জানা যায়।
নির্যাতিত কিশোরীর বাবা জানান, দীর্ঘ দিন ধরে রাজু তার মেয়েকে ভয় দেখিয়ে অনৈতিক কাজে লিপ্ত করার চেষ্টা করে আসছিলেন। কিন্তু এতে সাড়া না দেওয়ায় গত ২০ জুন সকালে রাজু তার দলবল নিয়ে এসে মেয়েকে বাসা থেকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
তারপর ওই কিশোরীর ওপর অমানবিক নির্যাতন চালায় রাজু ও তার সঙ্গীরা। তাকে ব্যাপক মারধর করে মাথার চুল কেটে দেয়। তবে ২১ জুন সকালে কৌশলে পালিয়ে বাড়িতে ফিরে আসে ওই কিশোরী।
কিশোরীর বাবা আরও জানান, এ বিষয়ে লিখিত অভিযোগের কপি নিয়ে থানা চত্বরে দু’দিন ঘোরার পর আজ বুধবার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদিরের তদারকিতে তা আমলে নেওয়া হয়েছে।
তিনি বলেন, তার অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ায় মেয়ের চিকিৎসার খরচ যোগানোও দুরূহ হয়ে পড়েছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারজানা আক্তার অভিযোগটি নেওয়ার কথা সাংবাদিকদের কাছে স্বীকার করলেও এ সংক্রান্ত কোনো নথি দেখাতে পারেননি।
তবে ওসি মহসিনুল কাদির জানান, অভিযোগ নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্তের প্রক্রিয়া চলবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।