বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিয়ানীবাজার (সিলেট) উপজেলা সংবাদদাতা : বিয়ানীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যকার সংঘর্ষে প্রতিপক্ষের দায়ের কোপে এক ব্যক্তি খুন হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নে এ সংঘর্ষে ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের আরও ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহতের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে, মঙ্গলবার রাতে আগাম সংঘর্ষের খবর ওসিকে অবহিত করার পরও ওসি কোন ব্যবস্থা গ্রহণ না করায় এই খুনের ঘটনা ঘটেছে। পুলিশের দায়িত্বশীল একটি সূত্র মঙ্গলবার রাতে আলীনগর থেকে তাদেরকে এ তথ্য নিশ্চিত করা হয়েছিল বলে জানায়। সূত্রটি জানায়, ফোন পাওয়ার পর ওসিকে ব্যবস্থা নেয়ার জন্য বলা হলেও ওসি এ বিষয়ে নীরব ভূমিকা পালন করেন। বিকেলে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, পূর্ব আলীনগরের দুই পক্ষের মধ্যে দীর্ঘ দিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মামলাও হয়। প্রতিপক্ষকে ঘায়েল করতে প্রভাবশালী সুমন ও রুবেল বিভিন্ন ভাবে মামলা দিয়ে হয়রানী শুরু করে। এরই মধ্যে মঙ্গলবার সুমন ও রুবেলের পক্ষ প্রতিপক্ষ মাহতাবদের জমি দখলের পূর্ব ঘোষণা দেয়। ঘোষণা মোতাবেক তারা জমি দখল নিতে এলে মাতাব উদ্দিনগং বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।। এক পর্যায়ে সুমন গংরা রাম দা দিয়ে মাহতাবকে কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় মাতাবকে উদ্ধার করে সিলেট প্রেরণ করে। হেতিমগঞ্জ এলাকায় যাওয়ার পর মাহতাব উদ্দিনের (৪৫)তার মৃত্যু ঘটে। তিনি আলীনগর গ্রামের মখন মিয়ার পুত্র। ঘটনার পর পর সুমন ও তার সহযোগীরা পালিয়ে বাড়িতে আশ্রয় নিলে এলাকাবাসী তাদের বাড়ী ঘেরাও করে রাখেন। থানা পুলিশ সেখান থেকে আব্দুল মোমিত সুমন (৩০), আব্দুল মোমিন (২৮), রায়হান আহমদ চৌধুরী (৩৮), বাবুল আহমদ (৫৫), রুবেল আহমদকে (২৪) আটক করেছে।
বিয়ানীবাজার থানার ওসি তদন্ত আবুল বাশার বদরুজ্জামান বলেন, মঙ্গলবার ফোনে আগাম সংঘর্ষের খবর পেয়ে ওসি (সার্বিক) সাহেবকে জানিয়ে ছিলাম। তিনি বলেন, খুনের ঘটনায় ৫ জনকে পুলিশ আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাবাসী জানিয়েছেন, পুলিশ আগাম ব্যবস্থা গ্রহণ করলে পবিত্র এ মাসে একটি খুনের ঘটনা ঘটতো না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।