Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

প্রকাশের সময় : ২২ জুন, ২০১৬, ১২:০০ এএম

শেরপুর জেলা সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই গ্রামে বন্য হাতির আক্রমণে হাজি রুস্তম আলী নামের এক কৃষক নিহত ও তার ছেলে নিয়ামত আলী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহত নিয়ামতকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইগাতীর ইউএনও মোহাম্মদ সেলিম রেজা বলেন, কয়েক দিন ধরে সীমান্তবর্তী গ্রামগুলোতে বন্য হাতির দল তাণ্ডব চালাচ্ছে। মঙ্গলবার রাতেও বন্য হাতির দল গুরুচরণ দুধনই গ্রামের রুস্তম আলীর বাড়িতে হামলা চালায়। পালানোর সময় বন্য হাতির আক্রমণে রুস্তম আলী ঘটনাস্থলেই নিহত এবং তার ছেলে নিয়ামত আলী গুরুতর আহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ