Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসম্মানের তো প্রশ্নই উঠে না, বাকি জীবন আলেম-ওলামাদের সম্মান ও ইসলামের খেদমত করে যেতে চাই

জমিয়াতুল মোদার্রেছীনের মতবিনিময় সভায় ধর্মপ্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৯, ৪:৩৪ পিএম | আপডেট : ৫:০২ পিএম, ২০ নভেম্বর, ২০১৯

অসম্মানের তো প্রশ্নই উঠে না, বাকি জীবন আলেম-ওলামাদের সম্মান ও ইসলামের খেদমত করে যেতে চাই। মানুষমাত্রই ভুল হয়। আমার ভুল হয়ে থাকলে কেউ কষ্ট পেয়ে থাকলে গভীর দুঃখ প্রকাশ করছি এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। আজকের এই মতবিনিময় সভার মাধ্যমে মনে হয়, আমি যেন সারাদেশের বিপুল সংখ্যক আলেমদের সাথে কথা বলছি। ছোটবেলা থেকে আলেম সমাজ ও ধর্মীয় মুরুব্বীদের সম্মান করা আমার অভ্যাস। জীবনভর রাজনীতি করার পাশাপাশি আমি বড়দের সাথে শ্রদ্ধার সম্পর্ক বজায় রেখেছি। মন্ত্রী হওয়ার পর আন্তরিক নিষ্ঠা ও সততার প্রমাণ দিয়েছি। কোনো দুর্নীতি কেউ দেখাতে পারবে না। ইনশাআল্লাহ সামনে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখব। আল্লাহর সন্তুষ্টি লাভ ও পরকালের সম্বল সংগ্রহ করার জন্য বাকি জীবন কাজ করতে চাই। গত মাসখানেক আগে আমার দেওয়া একটি বক্তব্যে রং লাগিয়ে একটি মহল প্রচার করেছে। অন্য জায়গার কথা এনে আরেক প্রোগ্রামের ছবিতে কৌশলে জুড়ে দিয়েছে। এখন তথ্য প্রযুক্তির অপব্যবহারে দিনকে রাত করা যায়। এরপরও আমার নিজের বক্তব্যেও ভাষা ও শব্দ প্রয়োগে অনিচ্ছাকৃত কিংবা অসাবধানতাবশত যে কোনো ত্রæটির ফলে কেউ যদি আঘাত পেয়ে থাকেন তাহলে ক্ষমা চাইতে আমার কোনো দ্বিধা নেই। আমি মন থেকে খারাপ উদ্দেশ্যে কিছু বলা বা কারো প্রতি বিদ্বেষ পোষণ করার লোক নই। গত ১৯ নভেম্বর বাদ মাগরিব মহাখালীস্থ মসজিদে গাউছুল আযম ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কমপ্লেক্স মিলনায়তনে জমিয়াত নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের সাথে এক মতবিনিময় সভায় ধর্মপ্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ এসব কথা বলেন।

জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ এ এম এম বাহাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাজধানীসহ ঢাকা ও অন্যান্য জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির ভাষণে আলহাজ এ এম এম বাহাউদ্দীন বলেন, ধর্মমন্ত্রীর সাথে আমরাও আলেম-ওলামাদের খেদমত করাকে জীবনের গুরুত্বপূর্ণ কাজ হিসেবে দেখি। সরকারের সকল মহলে ইসলামের খেদমত ও ইসলামী ভাবধারার সমাজ তৈরির চিন্তা থাকতে হবে। ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক আদব-কায়দা এদেশের গণমানুষের প্রাণের বিষয়। এর সাথে সমন্বয় করে ক্ষমতায় থাকতে হবে। যদি সরকার আলেম-ওলামাদের মাধ্যমে এই সমাজের সাথে সম্পৃক্ত না থাকে তাহলে উগ্রবাদ বা গণবিরোধী শক্তি সমাজের নেতৃত্ব নিয়ে নেবে। প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন, দাড়ি টুপিওয়ালা লোক মানুষ পছন্দ করে। নামাজী ব্যক্তি আমার পছন্দ। কেবিনেট সেক্রেটারির বিদায় অনুষ্ঠানে তিনি তার রুচি ও পছন্দের কথা তুলে ধরেন। নতুন কেবিনেট সেক্রেটারিও নামাজী পরহেজগার ও দাড়িওয়ালা ব্যক্তি। এ বক্তব্য থেকে বাংলাদেশের মানুষের মনের কথাই ফুটে উঠে। ধর্মীমন্ত্রীও একই ধারার লোক। জমিয়াতুল মোদার্রেছীন এরকম মূল্যবোধ সম্পন্ন একটি সমাজ বিনির্মাণেই কাজ করে যাচ্ছে। মাদক বিশৃঙ্খলা উগ্রতা দুর্নীতি ও অস্থিরতা দূরীকরণে সরকারকে আলেম-ওলামা-পীর-মাশায়েখের সাহায্য নিতে হবে। তাদের সাথে ঘনিষ্ঠতা ছাড়া সরকার সমাজের হৃদয়ে প্রবেশ করতে পারবে না।

জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব মাওলানা শাব্বির আহমদ মোমতাজী বলেন, ধর্মমন্ত্রী তার বক্তব্য নিয়ে ছড়িয়ে পড়া ভুল বোঝাবুঝি দূর করার সৎ উদ্দেশে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দের সাথে বসায় তাকে ধন্যবাদ জানাই। এটি তার উদারতার পরিচয়। এই মতবিনিময়ের মাধ্যমে তিনি মূলত কয়েক কোটি ধর্মপ্রাণ মানুষের সাথে বসেছেন বলে ভাবতে পারেন। সারাদেশে আমাদের ছাত্র-শিক্ষক শুধু নন, অভিভাবকসহ বিভিন্ন দরবারের মধ্য দিয়ে জমিয়াতুল মোদার্রেছীন কোটি কোটি মানুষের সঙ্গে সংযুক্ত। ভুল পারসেপশন মানুষের ক্ষতি করে। এটি দূর করার মহৎ উদ্দেশ্যেই আজ আমরা ধর্মমন্ত্রীকে নিয়ে বসেছি। আশা করি, তার ব্যাপারে সৃষ্ট ভুল বোঝাবুঝি ও দ্বিধাসংশয় এ বৈঠকের পর সম্পূর্ণ দূর হয়ে যাবে। তিনি সব ঘরানার আলেম-উলামাকে সম্মান করেন তাই এখানে কোনো অষ্পষ্টতা থাকা উচিত নয়। আমাদের সংগঠনের উপদেষ্টা হিসেবে আগে তিনি যেমন ইতিবাচক ভূমিকা রেখেছেন ভবিষ্যতেও তিনি আমাদের একজন অভিভাবক হিসেবে অগ্রণী ভূমিকা রাখবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ আল্লামা সৈয়দ মাহবুুবুর রহমান (জৌনপুরী), অধ্যক্ষ মাওলানা শাহ মোঃ মাহমুদুল হাসান ফেরদৌস (বরগুনা), অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক (ঢাকা), অধ্যক্ষ মাওলানা এ কে এম মাহবুবুর রহমান, অধ্যক্ষ আ খ ম আবুবকর সিদ্দিক (ঢাকা), ড. অধ্যক্ষ মাওলানা মোঃ ইদ্রিস খান (ময়মনসিংহ), অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক (ঢাকা), অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই (নারায়নগঞ্জ), অধ্যক্ষ মাওলানা মোঃ রেজাউল হক (ঢাকা), অধ্যক্ষ মাওলানা এজহারুল হক (ঢাকা), অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই বারী (বগুড়া), অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম মজুমদার (ঢাকা), অধ্যক্ষ মাওলানা মোঃ ইসমাইল (চট্টগ্রাম), অধ্যক্ষ আবু জাফর মোঃ ছাদেক হাসান (ঢাকা) অধ্যক্ষ মাওলানা জহিরুল হক (গাজীপুর), অধ্যক্ষ মাওলানা হারুনুর রশিদ (বরগুনা), অধ্যক্ষ মাওলানা ফারুক আলম হাওলাদার (পিরোজপুর), অধ্যক্ষ মাওলানা নোমান (নারায়নগঞ্জ), অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল মিয়া (নরসিংদী), মাওলানা মোঃ ছিদ্দিকুল্লাহ পাটোয়ারী (ঢাকা), মাওলানা শামছুর রহমান (ঢাকা), ড. মুহাঃ হায়দার আলী (ঢাকা), এইচ এম আমিনুর রহমান (ঢাকা), মোঃ মোজাম্মেল হক (বরগুনা), মাওলানা মোঃ নুরুল আমীন আমজাদী (ঢাকা)সহ বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



 

Show all comments
  • নাসির উদ্দিন ২০ নভেম্বর, ২০১৯, ৪:৪২ পিএম says : 0
    ধর্মপ্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাহেবকে অসংখ্য ধন্যবাদ
    Total Reply(0) Reply
  • সাইফুল ইসলাম ২০ নভেম্বর, ২০১৯, ৪:৪৩ পিএম says : 0
    আলেমদের সম্মান করলে আল্লাহ আপনাকেও সম্মানিত করবেন।
    Total Reply(0) Reply
  • আহমেদ মামুন ২০ নভেম্বর, ২০১৯, ৪:৪৪ পিএম says : 0
    ইসলামের খেদমতে জীবন অতিবাহিত করতে পারলে পরকালে শান্তি ও মুক্তি আসবে।
    Total Reply(0) Reply
  • সোহেল রানা ২০ নভেম্বর, ২০১৯, ৪:৪৪ পিএম says : 0
    সরকারের সকল মহলে ইসলামের খেদমত ও ইসলামী ভাবধারার সমাজ তৈরির চিন্তা থাকতে হবে।
    Total Reply(0) Reply
  • মোঃ ইব্রাহম ২০ নভেম্বর, ২০১৯, ৪:৪৭ পিএম says : 0
    আলেমদের নেতৃত্ব দিয়ে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একনিষ্ঠভাবে কাজ করায় জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ এ এম এম বাহাউদ্দীন সাহেবকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি
    Total Reply(0) Reply
  • মিজানুর রহমান ২০ নভেম্বর, ২০১৯, ৪:৪৮ পিএম says : 0
    জমিয়াতুল মোদার্রেছীন ইসলামী মূল্যবোধ সম্পন্ন একটি সমাজ বিনির্মাণেই কাজ করে যাচ্ছে। এজন্য তাদেরকে মোবারকবাদ জানাই
    Total Reply(0) Reply
  • সোহাগ ২০ নভেম্বর, ২০১৯, ৫:৩৪ পিএম says : 0
    আল্লাহ আপনাদেরকে উত্তম জাযাহ দান করুক।
    Total Reply(0) Reply
  • জসিম আহমেদ জসিম ২০ নভেম্বর, ২০১৯, ৫:৩৫ পিএম says : 0
    জমিয়াতুল মোদার্রেছীনের হাত ধরেই এদেশের আলেম সমাজ এগিয়ে যাবে।
    Total Reply(0) Reply
  • রফিক ২০ নভেম্বর, ২০১৯, ৫:৩৫ পিএম says : 0
    তাহলে আশা করবো যে, সামনে মুসলমানদের জন্য ভালো সময় অপেক্ষা করছে....
    Total Reply(0) Reply
  • আয়শা ২০ নভেম্বর, ২০১৯, ৫:৩৬ পিএম says : 0
    এদেশের আলেম সমাজই সবচেয়ে বড় শক্তি।
    Total Reply(0) Reply
  • বিপ্লব ২০ নভেম্বর, ২০১৯, ৫:৩৯ পিএম says : 0
    যেকোন কথা বলার আগে সবার একটু সচেতন হওয়া দরকার।
    Total Reply(0) Reply
  • শফিউর রহমান ২০ নভেম্বর, ২০১৯, ৫:৩৯ পিএম says : 0
    আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সহি বুঝ দান করুক।
    Total Reply(0) Reply
  • মজলুম জনতা ২০ নভেম্বর, ২০১৯, ৮:৫৭ পিএম says : 0
    ইসলামি মুল্যবোধ প্রতিস্ঠিত হোক।আমি মেজর জলিলের একজন ভক্ত ।তাই কামানা করি।ইসলামি সমাজ ব্যাবস্তা কায়েম হোক
    Total Reply(0) Reply
  • জাবের আহমদ ২১ নভেম্বর, ২০১৯, ৯:৪৯ পিএম says : 0
    অসংখ্য ধন্যবাদ জমিয়াতুল মোদার্রেছিন সাথে সংশ্লিষ্ট সকলকে ও সম্মানিত ধর্ম প্রতিমন্ত্রী কে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ