Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২০

প্রকাশের সময় : ২২ জুন, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : মূল বেতনের শতভাগ বোনাসের দাবিতে গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) নলজানী এলাকায় সড়ক অবরোধ করেছেন কোজিমা লিরিক গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২১ জুন) দুপুরে ঢাকা-গাজীপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাহমিদুল ইসলাম জানান, মূল বেতনের শতভাগ ঈদ বোনাস, হাজিরা বোনাসের দাবিতে ওই কারখানার শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ