Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

স্কুলশিক্ষিকা নওশীন আহমদ দিয়া হত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টার দিকে ক্রিসেন্ট কিন্ডার গার্টেন স্কুলের ব্যানারে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক মানববন্ধনে অংশ নেয়।
আবুল হাসনাত অপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুল্লাহ, সালমা বারী, মরিয়ম আক্তার, নিহার রঞ্জন সরকার, আবুল কালাম নাইম, চন্দন দত্ত, রতন দত্ত প্রমুখ।
বক্তারা অবিলম্বে দিয়া হত্যার সাথে জড়িত চিকিৎসক ডিউকসহ দায়ী চিকিৎসককে গ্রেফতারের দাবি জানান।
অনতিবিলম্বে তাদের গ্রেফতার ও ক্লিনিককে সিলগালা না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়া হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের জেল রোড প্রদক্ষিণ শেষে টেংকের পাড় গিয়ে শেষ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ