Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

ফুলবাড়ীতে দুলালী টুডু (১৩) নামে এক আদিবাসী কিশোরির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ৮ টায় উপজেলার রাঙ্গামাটি আদিবাসী গ্রামে রাঙ্গামাটি আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সিঁড়ি ঘরে গলায় রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আদিবাসী কিশোরি দুলালী টুডুু রাঙ্গামাটি আদিবাসী গ্রামের সুবল টুডুর মেয়ে।
রাঙ্গামাটি আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি লক্ষন রাম টুডু বলেন, কিশোরি দুলালী টুডু, পিতা-মাতার ওপর অভিমান করে রাতের খাবার না খেয়ে শুয়ে পড়ে, পরদিন তার মৃতদেহ বিদ্যালয়ের সিঁড়ি ঘরে ঝুলতে দেখা যায়।
ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে রাঙ্গামাটি আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে আদিবাসী কিশোরি দুলালী টুডুর মৃতদেহ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ