প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
২০১৭ সালে চলচ্চিত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন বিশিষ্ট অভিনেতা এ টি এম শামসুজ্জামান। এই সম্মাননা পাওয়া নিয়ে তিনি বলেন, আমি তো এই পুরস্কারের যোগ্য না। নিজেরই লজ্জা লাগবে এই পুরস্কার নিতে। তিনি বলেন, সারাজীবন অভিনয়ে যা করেছি এটা হিসাবের মধ্যে পড়ে না। আমি তো সারাজীবন ভাঁড়ামিই করে গেলাম। অভাব ছিল। অভিনয় করে পেট চালাতে হয়েছে। এজন্য মনের মতো চরিত্রে অভিনয় করতে পারিনি। বড় লোকের ছেলে হলে মনের মতো অভিনয় করতে পারতাম। কিন্তু সেটা পারিনি। ভাঁড়ামিটাই করে গেছি। শুধু টাকার জন্যই অভিনয় করে গেছি। এতে সৃষ্টিশীলতা ছিল না, মাথায় সব সময় খাওয়াপরার চিন্তা ছিল। যদি আরেক জনম পেতাম তাহলে আবারও অভিনয় জগতে আসতাম। সে জীবনে পেটের চিন্তা করতে হতো না, নিজেকে উজাড় করে মনের মতো চরিত্রে অভিনয় করতাম। নিজের অভিনয় জীবনকে এভাবেই মূল্যায়ণ করলেন প্রখ্যাত এই অভিনেতা। এদিকে এ টি এম শামসুজ্জামান দীর্ঘদিন পর ক্যামেরার সামনে হাজির হয়েছেন। অবশ্য অভিনয়ের জন্য নয়। হানিফ সংকেতের ইত্যাদির আগামী পর্বে তিনি হাজির হয়েছেন। এ মাসের শুরুর দিকে ইত্যাদির একটি দৃশ্যে অংশ নেওয়ার জন্য হানিফ সংকেত নিজের উদ্যোগে তাকে শুটিং ¯পটে নিয়ে আসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।