Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বশির আহমেদ সম্মাননা ২০১৯ প্রদান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

প্রখ্যাত সঙ্গীতশিল্পী মরহুম বশির আহমেদের সন্তান হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে প্রথমবারের মতো ‘বশির আহমেদ সম্মাননা ২০১৯’ প্রদান করা হয়। বশির আহমেদ’র গান, তার প্রাপ্তি ও তার সঙ্গীতে তার সাধনাকে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই তার দুই সন্তান ‘বশির আহমেদ সম্মাননা ২০১৯’ এই বছর থেকে চালু করেছেন। গত ১৭ নভেম্বর এ শিল্পকলা একাডেমিতে এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে বশির আহমেদ’কে নিয়ে স্মৃতি চারণ করেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সঙ্গীত পরিচালক আজাদ রহমান, সঙ্গীতশিল্পী খুরশীদ আলম, সঙ্গীত পরিচালক শেখ সাদী খান, বশির আহমেদ’র শীষ্য বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সঙ্গীতশিল্পী কনকচাঁপা’সহ আরো অনেকে। প্রথমবারের মতো ‘বশির আহমেদ সম্মাননা ২০১৯’ পান প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফেরদৌসী রহমান, শেখ সাদী খান, শহীদুল্লাহ ফরায়েজী, মুস্তফা কামাল সৈয়দ, নাসির আহমেদ ও চন্দন দত্ত। ফেরদৌসী রহমান’কে আজীবন সম্মাননা প্রদান করা হয়। তিনি এই সম্মাননা প্রাপ্তি পেয়ে বলেন,‘জীবনে অনেক পুরস্কার পেয়েছি আমি। কিন্তু কোন বরেণ্য সঙ্গীতশিল্পী’র নামে এবারই প্রথম এমন সম্মাননায় ভূষিত হলাম। ভীষণ ভালো লাগছে আমার। বশির ভাইয়ের দুই যোগ্য সন্তান হোমায়রা ও রাজা’র উদ্যোগে এই সম্মাননার মধ্যদিয়ে তাদের বাবা বেঁচে থাকবেন। হোমায়রা ও রাজা বুঝিয়ে দিলো যে চাইলেই সন্তানেরা বাবা মায়ের জন্য অনেক কিছুই করতে পারে। আমরা আশা করি, আমাদের সন্তানেরাও যেন আমাদের চলে যাবার পর আমাদেরকে যেন এভাবে বাঁচিয়ে রাখার উদ্যোগ নেয়।’ হোমায়রা বশির ও রাজা বশির বলেন, ‘যারা কষ্ট করে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবার অংশগ্রহণেই আব্বাকে নিয়ে অনুষ্ঠান সফল হয়েছে, সত্যিই আমরা সবার কাছে ঋনী হয়ে গেলাম। আমাদের বাবা মায়ের জন্য প্রাণভরে দোয়া করবেন যেন তারা বেহেস্তবাসী হন।’ হোমায়রা জানান এখন থেকে প্রতি বছরই এই সম্মাননা প্রদান অব্যাহত রাখার চেষ্টা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ