Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

যেভাবে সঙ্গীতে ফিরবার সাহস ফিরে পেলেন সেলিন ডিয়ন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

জীবনে একটি বড় ধাক্কা খাবার পর যেভাবে সঙ্গীত জগতে আবার ফিরতে সাহস পেয়েছেন তা বর্ণনা করেছেন বিশ্বখ্যাত কণ্ঠশিল্পী সেলিন ডিয়ন। ২১ বছর ঘর করার পর ২০১৬তে ডিয়ন তার স্বামী রেনে আঁজেলিলকে হারিয়েছেন। একই বছর তার ভাই ড্যানিয়েল মৃত্যু বরণ করেন। দুজনই ক্যান্সারে ভুগে মারা গেছেন। এই দুই দুঃখজনক ঘটনার পর অবশেষে সাহস করে তিনি একটি অ্যালবাম রেকর্ড করেছেন, আর সেটির নামও ‘কারেজ’। “আমার পরিবার, বন্ধুদের, সঙ্গীত জগতে সংশ্লিষ্ট, সঙ্গীত জগত, ভক্তদের কাছে প্রমাণ করা দরকার ছিল যে আমি গাইতে পারি এবং শুধু হিটের জন্য নয় আমার ক্যারিয়ারের জন্য আমি কাজ চালিয়ে যেতে পারি,” সিবিএসকে তিনি বলে। “শুধু এই অ্যালবামের জন্যই নয় আমি এই অনুষ্ঠানের জন্যও খুব যুক্ত ছিলাম। আমি কী পছন্দ করি, আর আমার কী আইডিয়া আছে তা বলতে চাই। “এগুলোতে খুঁত থাকতে পারে, ভুল থাকতে পারে, আমি নিখুঁত হতে চাই না বরং চাই আমার গান শ্রোতারা শুনুক,” ডিয়ন বলেন। আমি যতটা পারি ভাল গাইতে চেষ্টা করেছি, তবে দুঃখ রেনে নেই,” তিনি আরও বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ