রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাদারীপুর পুলিশ লাইন সংলগ্ন মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের পানিছত্র এলাকায় কার্গো ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মো. আমীর হামজা (৩২) নামের মসজিদের এক মুয়াজ্জিন সম্প্রতি নিহত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গতিরোধক ব্যবস্থা ও জ্রেবাক্রসিং না থাকায় এ দুঘর্টনার শিকার হয়ে নিহত হন শহরের আলজাবির হাই স্কুল মসজিদের এ মুয়াজ্জিন। এভাবে প্রতিনিয়িত মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় অনেক প্রাণহানীর ঘটনা ঘটছে। প্রাপ্ত তথ্য মতে, গত ৫বছরে প্রায় অর্ধশত লোক সড়ক দুর্ঘনায় নিহত হয়েছে। তবে সরকারিভাবে এর সংখ্যা জানা যায়নি।
মাদারীপুর শহরের উপর দিয়ে চলে গেছে খুলনা-মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর-চট্টগ্রাম মহাসড়ক। যে কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বৃদ্ধি ও গতিশীলতা পাওয়ায় মাদারীপুর শহরের এ মহাসড়কটি ব্যস্ততম সড়কে পরিনত হয়েছে। দূরপাল্লার এ ঝুঁকিপূর্ণ সড়কটি এখন মরণফাঁদে পরিনত হয়েছে। প্রায় এখানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনা ঘটলেও নেয়া হয়নি তেমন কোনো প্রতিরোধ মূলক ব্যবস্থা। বিষয়টি নিয়ে যেন কারো মাথা ব্যাথ্যা নেই।
মাদারীপুর শহরের উপর চলে যাওয়া মহাসড়ক ও সড়কগুলোতে জেব্রাক্রসিং নেই বললেই চলে। যাও আছে তা প্রয়োজনের তুলনায় অতি নগন্য। নেই গতিরোধক তেমন ব্যবস্থা। ফলে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক, মহাসড়ক পারাপার হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ পথচারী। ট্রাফিক বিভাগ বলছে, এটি পৌরসভার দায়িত্ব, আবার পৌরসভা বলছে সড়ক ও জনপদের দায়িত্ব। সমস্যার সমাধান না করে একে অপরের কাছ থেকে দায়িত্ব সরে নিতেই ব্যস্ত। শহরের কলেজ রোড মোড়, নিরাময় হাসপাতাল, সদর হাসপাতাল, প্রেসক্লাব, বটতলামোড়, মিলন সিনেমা সড়ক, সরকারি সুফিয়া মহিলা কলেজ, দরগাহ শরীফ কুলপদ্দি চৌরাস্তা মোড়, পানিছত্র, চিলডেন গ্রেস স্কুল মোড় মাদারীপুর সদর থানার মোড় ইটেরপুল তরমুগরিয়া বালুঘাট এলাকাসহ বিভিন্ন জনবহুল এলাকা ও শিক্ষপ্রতিষ্ঠানগুলোর সামনে জেব্রাক্রসিং ও পুরান বাজার, চরমুগরিয়া বাজার, টার্মিনালসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ফুটওভার ব্রিজ নির্মাণ জরুরি।
সরেজমিনে দেখা যায়, মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, টেনিসক্লাবসহ কিছু সংখ্যক শিক্ষপ্রষ্ঠিনের সামনে ও জনবহুল এলাকায় গতিরোধক ও শুধু সাদা রং দেয়া, অথবা গতিরোধক ও সাদা রং দেয়া দুটোই রয়েছে। শহরের সরকারি ডনোভান বালিকা বিদ্যালয়, মাদারীপুর টেকনিক্যাল স্কুল এÐ কলেজ, সরকারি নাজিউদ্দিন কলেজ চরমুগরিয়া কলেজ শহরের খ্যাতনামা চিলডেন গ্রেস স্কুলসহ অধিকাংশ স্কুল কলেজের সামনে নেই গতিরোধক ও জেব্রাক্রসিং। জনসমাগমস্থল এসব এলাকাগুলোতেও জেব্রাক্রসিং, গতিরোধক, ফুটওভারব্রিজ কোনোটাই নেই। আর যেসব আছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা জানান, মাদারীপুরে জেব্রাক্রসিং নেই বললেই চলে। ৩-৪ টি জায়গায় আছে। মাদারীপুর পৌরসভা ও সড়ক বিভাগ চিহ্নিত করবে কোথায় হবে জেব্রাক্রসিং। রংও তারাই করবে। তারা সে মোতাবেক কাজ করবে। এ বিষয়ে তাদের করণীয় কিছু নেই।
মাদারীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, জনসাধারণের নিরাপদে চলাচলের জন্য জেব্রাক্রসিং খুবই দরকার। এখন যেহেতু মাদারীপুর এখন ভৌগলিকভাবে বড় শহরে পরিনত হচ্ছে সেহেতু তাই ট্রাফিক সাইন র্বোডও দরকার। বড় বড় রাস্তায় এটা বেশি দরকার আর এগুলো সড়ক ও জনপদ বিভাগের আওতায় বিধায় জেব্রাক্রসিং, গতিরোধকসহ অন্য বিষয়গুলো তারাই দেখবে। এ বিষয়ে পৌরসভার তেমন কিছু করার থাকে না। পৌরসভার আওতাধীন রাস্তাগুলোতে প্রয়োজন বোধে স্থানীয় কাউন্সিলরের সুপারিশের মাধ্যমে জেব্রাক্রসিং দেয়া হয়। তিনি আরও জানান, মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয় ও মাদারীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সরকারি নাজিম উদ্দিন কলেজ মোড় ৩টি প্রতিষ্ঠান পাশাপাশি, তাই এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ অতি জরুরি। সে লক্ষ্যে পরিকল্পনা নিয়ে কাজ করছি। জনবল স্বল্পতার কারণে করতে পারছেন না।
এ দিকে সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, খুলনা থেকে মাদারীপুর শহরের উপর দিয়ে যে মহাসড়কটি চট্টগ্রাম চলে গেছে মূলত এ মহাসড়কের কিছু স্থানে জ্রেবাক্রসিং ও গতিরোধক ব্যবস্থা আছে। আরো জ্রেবাক্রসিংও গতিরোধক ব্যবস্থা দরকার । ফুটওভার ব্রিজ আপাতত তেমন দরকার নাই। তবে পর্যায়ক্রমে যৌক্তিকতা অনুসারে হতে পারে। এ মুর্হুতে যেসব স্থানে জরুরি ভিত্তিতে দরকার যেখানে জেব্রাক্রসিং এবং গতিরোধক ব্যবস্থা নেয়ার শিগগিরই তা ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।