Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি নেতার মুক্তি দাবি স্ত্রী ও কন্যার

নরসিংদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

বিনা মামলা বিনা ওয়ারেন্টে গ্রেফতারকৃত পলাশ পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতীর মুক্তির দাবি জানিয়েছেন তার স্ত্রী রেহেনা বেগম এবং কন্যা মামিয়া আক্তার মিম। গতকাল সোমবার সকালে নরসিংদী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে তারা এ দাবি জানান। সংবাদিক সম্মেলনে বক্তৃতা করেন পলাশ পৌর বিএনপির সভাপতি আব্দুস ছাত্তার। লিখিত বক্তব্য পেশ করেন, মহিউদ্দিন চিশতীর কন্যা মামিয়া আক্তার মিম। তিনি বলেন, তার পিতা মহিউদ্দিন চিশতী বিএনপির একজন একনিষ্ঠ নেতা। দলের সকল সাংগঠনিক কার্যক্রমে তিনি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। গত ২ নভেম্বর সন্ধ্যায় মহিউদ্দিন চিশতী নিজ বাড়ির আঙিনায় বসে পিঠা খাওয়ার সময় ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ বিনা মামলা বিনা ওয়ারেন্টে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। আমরা জেলখানায় যোগাযোগ করে জানতে পারি যে, পুলিশ তাকে মেরে পঙ্গু প্রায় করে দিয়েছে। বর্তমানে মারাত্মক অসুস্থ অবস্থায় মহিউদ্দিন চিশতী জেলখানায় চিকিৎসাধীন রয়েছে। এদিকে পুলিশ প্রায় প্রতিদিনই মহিউদ্দিন চিশতীর ফার্নিচারের দোকানে গিয়ে কর্মচারীদেরকে দোকান না খোলার জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিচ্ছে। কয়েকদিন আগে একজন মিস্ত্রীকে ধরে নিয়ে মাদকের মামলায় ঢুকিয়ে দিয়েছে। এছাড়া মহিউদ্দিন চিশতীর একটি মাছের খামারে গিয়েও পুলিশ হুমকি-ধমকি দিয়ে খামার কার্যক্রম বন্ধ রেখে তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা জানান, এর আগেও পুলিশ মহিউদ্দিন চিশতীকে কয়েকবার ধরে নিয়ে তার বিরদ্ধে ১৪ টি মিথ্যায় ঢুকিয়ে দেয়। এসব মামলায় জামিন নেয়ার পর গত ২ নভেম্বর তাকে পুনরায় বিনা মামলা বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ