Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাপবিদ্যুৎ কেন্দ্রে অভিজ্ঞ শ্রমিক নিয়োগের দাবিতে বিক্ষোভ

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে চুক্তি অনুযায়ী স্থানীয় অভিজ্ঞ শ্রমিকদের নিয়োগের দাবিতে গতকাল সোমবার সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রধান গেটের সামনে স্থানীয় শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেন। বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটি আয়োজনে অনুষ্ঠিত হয় কর্মবিরতি। সংগঠনের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন। বক্তব্যে বলেন, চলতি বছরে প্রশাসনের সাথে শ্রমিক সংগঠনের ১৪৩ জন শ্রমিক নিয়োগের চুক্তি হয়েছিল। প্রশাসন গত ১৭-০৫-১৯ ইং তারিখে ২০ জন শ্রমিককে নিয়োগ দেয়। বাকি ১২৩ জন শ্রমিক তাদের নিয়োগ দ্রæত বাস্তবায়নের দাবি জানান। আগামী বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২১ নভেম্বর কেন্দ্রের প্রধান ফটকে বিভিন্ন কর্মসূচি পালন করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ