রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাইবান্ধার সুন্দরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে। জানা গেছে, তিস্তা নদীর ভাঙ্গনে বাস্ত হারা মানুষের মাথা গোজার ঠাই হিসাবে সরকার আশ্রয়ণ প্রকল্প চালু করেন। এরই ধারা বাহিকতায় উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটিকাপাশিয়া মৌজায় একটি ১শ পরিবারের জন্য আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হয়। প্রকল্প নির্মিত হলে স্থানীয় জন প্রতিনিধিদের সমন্বয়ে নদীভাঙ্গন কবলিত পরিবার, প্রকৃত ভূমিহীন ও বাস্তহারা মানুষের মাঝে বন্টনের নিয়ম থাকলেও ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিত্তশালী পরিবার ও নিজ আতœীয়-স্বজনদের মাঝে বরাদ্দ দেন। এতে করে প্রকৃত নদীভাঙ্গা অসহায় চরাঞ্চলের ছিন্নমূল মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। এব্যাপারে নদীভাঙ্গা বাস্তহারা বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমানসহ ৪৪ জন অসহায় মানুষ আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দের পূনঃ তদন্ত সহ তাদের মাঝে ঘর বরাদ্দের দাবি জানিয়ে গত রবিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়েল করেন। পরে প্রেসক্লাবের সামনে সারিবদ্ধভাবে অবস্থান নেয়। এদিকে গতকাল সোমবার উপজেলা আইনশৃঙ্খলা ও নাশকতার কমিটির সভায় নদী বাঁচাও মানুষ বাচাও আন্দোলনের আহŸায়ক ছাদেকুল ইসলাম দুলাল বলেন ওই ৪৪টি পরিবার আশ্রয়ণ প্রকল্পের পতিত জায়গায় বসবাস করত। তাদেরকে উ”েছদ করে প্রকল্প নির্মাণ করায় তারা এখন বাস্তহারা। এনিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলীর সাথে কথা হলে তিনি জানান প্রকৃত প্রাপকদের মাঝেই ঘর বরাদ্দ দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।