বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপি থেকে বেরিয়ে একদল নেতাকে নিয়ে তৎকালীন স্থায়ী কমিটির সদস্য কর্ণেল (অব.) অলি আহমদ গঠন করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। রাজনৈতিক অঙ্গনে তেমন কোন প্রভাব বিস্তার করতে না পারলেও জোটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ছিল এই দলটি। তবে নেতৃত্বের টানাপোড়েনের কারণে ভেঙে যাচ্ছে এলডিপি। খোদ দলটির সভাপতি কর্ণেল (অব.) অলি আহমেদকে অব্যাহতি দিয়ে নতুন কমিটি ঘোষণা করতে যাচ্ছে একাংশের নেতারা। আজ সোমবার জাতীয় প্রেসক্লাব থেকেই আসতে পারে সেই ঘোষণা।এদিকে এলডিপির নেতাদের নতুন কমিটি ঘোষণার পাশাপাশি কয়েকজন নেতার বিএনপিতে ফিরে যাওয়ার গুঞ্জনও রয়েছে রাজনৈতিক অঙ্গনে। এলডিপির ব্যানারে ‘সা¤প্রতিক প্রেক্ষাপট নিয়ে’ এক সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে দলটির ভাঙন চূড়ান্ত হচ্ছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
এলডিপির একাংশের নেতাদের সাথে কথা বলো জানা যায়, এলডিপি থেকে কর্নেল (অব.) অলি আহমদকে অব্যাহতি দিয়ে নতুন কমিটি ঘোষণা হচ্ছে শিগগিরই। নতুন কমিটির সভাপতি হিসেবে থাকছেন আব্দুল করিম আব্বাসী এবং মহাসচিব হিসেবে থাকবেন শাহাদৎ হোসেন সেলিম। বিষয়টি নিয়ে গত শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এলডিপির কয়েকজন নেতারা একত্রে বৈঠক করেন। বৈঠক সূত্র জানায়, এলডিপি সভাপতি অলি আহমদ গত ৯ তারিখে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছেন। তার দাম্ভিকতায় নেতারা ক্ষুব্ধ এ কারণে একাংশের নেতারা বৈঠক করেন। বৈঠকে আব্দুল করিম আব্বাসী এবং শাহাদৎ হোসেন সেলিমের নেতৃত্বে গঠনতন্ত্র মোতাবেক নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলডিপি থেকে অলি আহমদসহ কয়েকজনকে অব্যাহতি দেওয়া হবে। বার্ধক্যজনিত কারণে তারা রাজনীতি তথা দলের মধ্যে ভূমিকা রাখতে পারছেন না।
শাহাদৎ হোসেন সেলিম বলেন, আমরা বৈঠক করে একটা সিদ্ধান্ত নিয়েছি। সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে এলডিপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে। ওই সংবাদ সম্মেলনে আমরা দলের সার্বিক বিষয়ে জাতির সামনে স্পষ্ট করবো।
এলডিপি সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর ২০৩ সদস্য বিশিষ্ট দলের জাতীয় নির্বাহী কমিটির তালিকা প্রকাশ করে এলডিপি। গত ৭ মাস ধরে দলের কোন কার্যক্রমে সম্পৃক্ত না থাকার অভিযোগে দলটির ঘোষিত এই কমিটিতে সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে রাখা হয়নি। একারণে শাহাদাত হোসেন সেলিমসহ এলডিপির বেশ কয়েক নেতা খুব শিগগির বিএনপিতে যোগ দেবেন বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে। আর সেলিম দল থেকে বের হয়ে গেলে এলডিপি ভাঙনের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন দলটির নেতাকর্মীরা। তবে শাহাদাত হোসেন সেলিমকে দলে কোন পদে না রাখলেও এলডিপি থেকে বহিষ্কার করা হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।