Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

মুক্তির অপেক্ষায় দেওয়ান নাজমুলের তোরে কতো ভালোবাসি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

প্রায় এক বছর গবেষণার পর পরিচালক দেওয়ান নাজমুল নির্মাণ করেছেন ‘তোরে কতো ভালোবাসি’ নামে একটি সিনেমা। এটি নির্মিত হয়েছে ১৯৪২ সালের পটভ‚মিকায়। তখন এই উপমহাদেশের রাজনৈতিক চালচিত্র ছিল অনেকটাই সংকটাপন্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যেই চলছিল ব্রিটিশ বিরোধী ভারত ছাড় আন্দোলন। ছিল ব্রিটিশদের দমন-পীড়ন। এই পরিস্থিতির মধ্যেই মানুষের চলমান জীবনের অংশ হিসেবে একটি প্রেমগাথার গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। সিনেমাটি নির্মাণের জন্য নির্মাতা সাঁওতাল এলাকাসহ উপজাতি এলাকাগুলো ঘুরে তাদের জীবনযাত্রা, সংস্কৃতি, ভাষা এবং সামাজিক কাঠামো স¤পর্কে জেনেছেন। তোরে কতো ভালোবাসি সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নবাগত রোহিত ও রুশা। দেওয়ান নাজমুল বলেন, অগ্রজ নির্মাতা প্রয়াত এহতেশামের পথ ধরেই চেষ্টা করছি নতুনদের চলচ্চিত্রে নিয়ে আসতে। আমি চাই না আমাদের চলচ্চিত্রে শিল্পী সংকট থাকুক। সাফল্য-ব্যর্থতা নিয়েই এই মাধ্যমে কাজ করতে হয়। তারপরও আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। নবাগত রুশা বলেন, পরিচালকের প্রত্যাশা মাফিক কাজ করতে আমরা বিন্দুমাত্র কার্পণ্য করিনি। অনেক পরিশ্রম করে কাজটি করেছি। সিনেমাটির কাহিনী বিন্যাস করেছেন পরিচালক নিজেই। গান, চিত্রনাট্য এবং সংলাপও তিনি নিজেই লিখেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ