প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১ বালা
২ হাউসফুল ফোর
৩ উজদা চামান
৪ বাইপাস রোড
৫ ড্রাইভ
বাইপাস রোড
নমন নিতিন মুকেশ পরিচালিত থ্রিলার ফিল্ম।
বিক্রম কাপুর (নীল নিতিন মুকেশ) একজন নামী ফ্যাশন ডিজাইনার। তার প্রধান মডেল সারাহ ব্রিগেন্জা (শামা সিকান্দার)। এক দুর্ভাগ্যজনক দিনে সারাহ নিহত হয়, অবস্থাদৃষ্টে মনে হয় সে আত্মহত্যা করেছে। অন্যদিকে দুর্ঘটনায় পড়ে মরতে বসে বিক্রম, পঙ্গু হয়ে প্রাণে বেঁচে যায় সে। কাকতালীয় বলেও মনে হয় দুটি ঘটনা। কিন্তু আসলেও কি তাই? সবাই জানে বিক্রমের শিক্ষানবিস রাধিকার (আদাহ শর্মা) সঙ্গে তার সম্পর্কে গড়ে উঠছে। সন্দেহের তীর বিক্রমের দিকে। আবার বিক্রমের বাবা প্রতাপের (রজিত কাপুর) দ্বিতীয় স্ত্রী রোমিলাও (গুল পানাগ) সন্দেহের বাইরে নয়। এই তিনজন আর এক নৃশংস খুনিকে নিয়ে গল্প। দুটি কাকতালীয় দুর্ঘটনার যোগসূত্র প্রতিশোধ, অর্থ আর সম্পদকে ঘিরে। দুই ভুক্তভোগী ও তাদের পরিবারও এসব ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। এই ষড়যন্ত্রের সঙ্গে কে জড়িত ঘটনার পরম্পরায় তা বেরিয়ে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।