Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

১ মিডওয়ে
২ ডক্টর স্লিপ
৩ প্লেয়িং উইথ ফায়ার
৪ টার্মিনেটর : ডার্ক ফেইট
৫ লাস্ট ক্রিসমাস
ডক্টর স্লিপ
মাইক ফ্ল্যানাগান পরিচালিত হরর ফিল্ম ‘ডক্টর স্লিপ’। ‘অকুলাস’ (২০১৪), ‘ওইজা :অরিজিন অফ ইভিল’ (২০১৬) এবং ‘বিফোর আই ওয়েক’ (২০১৬) ফ্ল্যানাগান পরিচালিত চলচ্চিত্র। স্টিফেন কিংয়ের একই নামের উপন্যাস অবলম্বনে তারই লেখা ‘দ্য শাইনিং’য়ের (১৯৮০’র চলচ্চিত্র) সিকুয়েল ‘ডক্টর স্লিপ’। ‘দ্য শাইনিং’-এর ঘটনার চল্লিশ বছর পর। ড্যান টরেন্সের (ইওয়ান ম্যাকগ্রেগর) সঙ্গে অ্যাব্রা স্টোন (কাইলি কিউরান) নামে এক সাইকিক কিশোরীর পরিচয় হয়। দুজনের পরিচয়ের পর অ্যাব্রার ক্ষমতা বা শাইন আরও বেড়ে যায়। কিশোরীটি তার ক্ষমতা দিয়ে দেখতে পায় দ্য ট্রু নট নামে এক দল এক কিশোরকে হত্যা করবে। তারা অমর হবার জন্য শিশুদের এই প্রক্রিয়ায় হত্যা করে, বিশেষ করে শাইন আছে এমন কিশোর কিশোরীই তাদের লক্ষ্য। অন্যদিকে দ্য ট্রু নট-এর নেত্রী রোজ দ্য হ্যাট (রেবেকা ফারগুসন) অ্যাব্রার ক্ষমতার কথা জানতে পারে, আর তাকে অপহরণের পরিকল্পনা করে। ড্যান তার বন্ধুদের নিয়ে অ্যব্রাকে রক্ষা করার সিদ্ধান্ত নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ