Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে জসনে জুলুস

কালীগঞ্জ (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

গাজীপুরের কালীগঞ্জে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ হিজবুর রাসুল (সা.), আঞ্জুমানে রহমানীয়া মঈনীয়া মাইজভান্ডারীয়া ও ইসলামী ছাত্রসেনা কালীগঞ্জ উপজেলার যৌথ উদ্যোগে পবিত্র জসনে জুলুস অনুষ্টিত হয়েছে।

গত শনিবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকার খানকা ও মসজিদ থেকে আসা হাজার হাজার সুন্নী মুসলমানের কন্ঠে ‘ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসুল সালাম আলাইকা’ ধ্বনি নিয়ে বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি আলহাজ মাওলানা মো. আবদুছ ছাত্তার মোজাদ্দেদী, আলহাজ দেওয়ান শফিউদ্দিন আহমেদ, ইয়াকুব আলী ফকির, মোর্শেদ আলম মিন্টু, আলী হোসেন ভূঁইয়া খোকন, মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে এক বর্ণাঢ্য জশনে জুলুছ (মিছিল) উপজেলার বিভিন্ন গুরত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত গাজীপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবিদীর সঞ্চালনায় উপজেলা চত্ত¡রে ‘পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) তাৎপর্য ও গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় মিলিত হয়।

সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিজবুর রাসুল (সা.) উপজেলা সভাপতি আলহাজ মো. রেজাউল করিম ভূইয়া, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উপজেলা সভাপতি আবু তাহের খান মো. আলমগীর, বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত পৌর শাখার সভাপতি আলহাজ মাওলানা মো. নাইমুল ইসলাম, নাগরী ইউনিয়ন জশনে জুলুস কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা মো. আব্দুল মান্নান জেহাদী, নাগরী ইউনিয়নের কাজী মো. জাকির হোসেন, মাওলানা মো. আওলাদ হোসেন, মো. সালাহ উদ্দিন খান ও ছাত্রসেনা সভাপতি হাফেজ মো. আল-মামুন প্রমুখ। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে দোয়া করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ