Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাকারমুক্ত আ.লীগের কমিটি দাবি কোটালীপাড়ায়

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

আ.লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রাজাকারমুক্ত আ.লীগের কমিটি করার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও প্রজন্মলীগ নেতারা। আসন্ন কোটালীপাড়া উপজেলা আ.লীগের সম্মেলনকে সামনে রেখে তারা এই দাবি করেন। গত শনিবার বীর মুক্তিযোদ্ধা ও পিনজুরী ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার রুঙ্গু, মুক্তিযোদ্ধার সন্তান এইচএম কামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সাধারণ সম্পাদক ও ৭১ এর কমান্ডারের সন্তান বুলবুল আহম্মেদ হাজরা ও পলাশ সরদার বলেন, আমরা আমাদের অভিভাবক আ.লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী দাবি করি কোটালীপাড়ায় আ.লীগের কমিটিতে যেন কোনো রাজাকার বা তার সন্তানেরা স্থান না পায় এবং ত্যাগী ও পরিচ্ছন্ন নেতাদের মূল্যায়ন করে রাজাকার মুক্ত কমিটি হয়। এছাড়াও দীর্ঘদিন ধরে কয়েকটি সহযোগি সংগঠনের মেয়াদত্তীর্ণ হয়ে আছে, সেগুলোতে বিতর্কীত ব্যক্তিদের পরিবর্তন করে স্বচ্ছ ও নতুন নেতৃত্বের দাবি জানাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ