রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আ.লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রাজাকারমুক্ত আ.লীগের কমিটি করার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও প্রজন্মলীগ নেতারা। আসন্ন কোটালীপাড়া উপজেলা আ.লীগের সম্মেলনকে সামনে রেখে তারা এই দাবি করেন। গত শনিবার বীর মুক্তিযোদ্ধা ও পিনজুরী ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার রুঙ্গু, মুক্তিযোদ্ধার সন্তান এইচএম কামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সাধারণ সম্পাদক ও ৭১ এর কমান্ডারের সন্তান বুলবুল আহম্মেদ হাজরা ও পলাশ সরদার বলেন, আমরা আমাদের অভিভাবক আ.লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী দাবি করি কোটালীপাড়ায় আ.লীগের কমিটিতে যেন কোনো রাজাকার বা তার সন্তানেরা স্থান না পায় এবং ত্যাগী ও পরিচ্ছন্ন নেতাদের মূল্যায়ন করে রাজাকার মুক্ত কমিটি হয়। এছাড়াও দীর্ঘদিন ধরে কয়েকটি সহযোগি সংগঠনের মেয়াদত্তীর্ণ হয়ে আছে, সেগুলোতে বিতর্কীত ব্যক্তিদের পরিবর্তন করে স্বচ্ছ ও নতুন নেতৃত্বের দাবি জানাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।