রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চতুর্থ দিনের মতো শুক্রবারও জোয়ারের পানিতে ডুবে আছে ইতালির ভেনিস। স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটের দিকে শহরে পানির উচ্চতা ছিল ১ দশমিক ৫৩ সেন্টিমিটার। এ অবস্থায় সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভেনিসের সব স্কুল-কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ইতালির সরকার এবারের জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত ভেনিসের পরিবার ও ব্যবসায়িদের জন্য ক্ষতিপ‚রণ ঘোষণা করেন। বাসস্থান ও পরিবারের জন্য সর্বোচ্চ ৫ হাজার ইউরো এবং ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ ২০ হাজার ইউরো ক্ষতিপ‚রণ দেওয়া হবে। ভেনিস প্রভেন্সির মেয়ের লুইজি ব্রুনিয়েরো ও ভেনিস রিজলাল মেয়ের লুকা জায়া সরকারি ওই প্রতিশ্রুতির কথা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করেন। দেশটির প্রধানমন্ত্রী গুসেপ্পে কন্তে বলেছেন, তার মন্ত্রিসভা ভেনিসে জরুরি অবস্থা জারির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। এছাড়াও গত মঙ্গলবার থেকে বন্যা শুরুর পর পুরো শহর যেভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে তা মোকাবিলায় জরুরি পদক্ষেপ হিসেবে সরকারের তরফ থেকে ২০ মিলিয়ন ইউরো তহবিল ছাড়েরও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।