Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাজী শুভর গানের মডেল হলেন চিত্রনায়িকা তানহা মৌমাছি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

চিত্রনায়িকা তানহা মৌমাছি কাজী শুভর একটি গানের ভিডিওতে মডেল হয়েছেন। গানের শিরোনাম ‘না বুঝলে প্রেম বৃথা’। এম আর আশিকের কথা ও সুরে গানটির সংগীত আয়োজনে ছিলেন কাজী নওরীন। মিউজিক ভিডিওটি পরিচালনা করেন এম আর আশিক। এতে তানহার বিপরীতে মডেল হয়েছেন রিয়াদ। তানহা বলেন, ‘মনোরম লোকেশনে গানটির দৃশ্যধারণ করা হয়েছে। লোকেশন এবং গান দুটোই দর্শকদের ভালো লাগবে। গানটি নিয়ে আমি অনেক আশাবাদী।’ গানটি। কাজী শুভ বলেন, ‘গান তো অনেক করি। তবে সেই গানের গল্প ধরে ভালো মানের ভিডিওর সংখ্যা খুব বেশি নেই। সে হিসেবে এই ভিডিও নিয়ে আমার প্রত্যাশা অনেক।’ উল্লেখ্য, পরিচালক শাহীন সুমনের ‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তানহা মৌমাছি। ইতিমধ্যেই তার অভিনীত ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’ ও ‘অনেক দামে কেনা’ সিনেমাগুলো মুক্তি পেয়েছে। সর্বশেষ তাকে উত্তম আকাশ পরিচালিত শাকিব খান অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইলা মাইয়া’ সিনেমায় আইটেম গানে পারর্ফম করতে দেখা গেছে। নিমাণর্ধীন রয়েছে রয়েল খান পরিচালিত ‘রেড রোজ’। দুর্জয় রাজু পরিচালিত ‘মিশন’ শিরোনামের নতুন একটি সিনেমার কাজ এখন করছেন তানহা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ