Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নান্দাইলে শহীদ দিবস আজ

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

আজ ১৭ নভেম্বর, নান্দাইল শহীদ দিবস। এ উপলক্ষে নান্দাইলে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
১৯৭১ সালের এই দিনে নান্দাইলকে মুক্ত করতে মুক্তিযোদ্ধারা পাক হানাদারদের ঘাঁটি নান্দাইল থানা আক্রমণ করেছিল। কিন্তু তাদের আক্রমণের খবর আগেই ফাঁস হয়ে যাওয়ায় দীর্ঘ সাড়ে চার ঘন্টা যুদ্ধ করেও মুক্তিযোদ্ধরা পিছু হটতে বাধ্য হয়। এ যুদ্ধে মুক্তিযোদ্ধা শামছুল হক, ইলিয়াছ উদ্দিন, আ.লীগের সহ-সভাপতি রইছ উদ্দিন ভূইয়া এবং চাঁন মিয়া শহীদ হন। আহত হন বীর মুক্তিযোদ্ধা বিদ্যুৎ প্রসাদ রায় ও সুশীল কুমার সাহা। ইতোমধ্যে সুশীল কুমার সাহা মৃত্যু বরণ করনে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বিদ্যুৎ প্রসাদ রায় এখনো জীবিত আছেন।
পরে আ.লীগের থানা শাখার তৎকালীন সভাপতি শাহনেওয়াজ ভূঁইয়া ও ছুবেদ আলীকে রাজাকার ও তার সহযোগিরা গুলি করে হত্যা করে। নান্দাইলে স্বাধীনতার পক্ষের লোকজনের বাড়িতে অগ্নিসংযোগসহ ধ্বংসযজ্ঞ চালায়। এ জন্যই আজকের দিনটি নান্দাইলবাসীর
জন্য অত্যন্ত শোকাবহ একটি দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ