Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে দ্বিতীয় দিনে ৮৫ কোটি টাকার কর আদায়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

আয়কর মেলার দ্বিতীয় দিনে চট্টগ্রাম বিভাগে সাত হাজার ১১৫টি রিটার্ন জমা পড়েছে। এর বিপরীতে আয়কর আদায় হয়েছে ৮৫ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ৪২৬ টাকা। প্রথম দিনে ৩৩ কোটি আয়কর আদায় হয়। কর কর্মকর্তারা জানান, গতকাল শুক্রবার মেলার দ্বিতীয় দিন নতুন ই-টিআইএন নিয়েছেন ২২৫ জন। কর সেবা নিয়েছেন ৫৮ হাজার ৭১ জন। চট্টগ্রামের চারটি কর অঞ্চল ও জরিপ রেঞ্জ মিলে রিটার্ন জমা পড়েছে ছয় হাজার ২৫০টি।
কক্সবাজারে ৩৫৭টি রিটার্নের বিপরীতে ছয় লাখ ১১ হাজার ৪২২ টাকা এবং রাঙামাটিতে ১৯৭টি রিটার্নের বিপরীতে দুই লাখ ৪৮ হাজার ৯৬৭ টাকা আয়কর আদায় হয়েছে। সীতাকু- উপজেলায় ৩১১টি রিটার্নের বিপরীতে আয়কর আদায় হয়েছে সাত লাখ ৩৯ হাজার ৫৭৫ টাকা।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ