Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীন হবে বাংলাদেশে প্রধান বিনিয়োগকারী দেশ

মেয়র নাছিরের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সম্পাদক

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে চীনের ইউনান প্রভিনসিয়াল ডেলিগেশন কমিটির প্রধান, চায়না কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক চেন হাউ-এর নেতৃত্বে উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল গতকাল শুক্রবার চিটাগাং ক্লাবে সৌজন্য সাক্ষাত করেন। অতিথিদের স্বাগত জানিয়ে মেয়র বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক বহু পুরনো, এই সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। ভিন্ন ভিন্ন রাজনৈতিক আদর্শ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থার ভিন্নতা সত্ত্বেও এই দুই দেশের মধ্যকার চমৎকার কূটনৈতিক সম্পর্ক একটি রোল মডেল হিসেবে স্বীকৃত। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে, ব্যবসা-বাণিজ্য এবং কৃষি শিল্প ক্ষেত্রেও চীন সহযোগিতা করে এসেছে বলে সিটি মেয়র উল্লেখ করেন। পদ্মা সেতুসহ বড় বড় স্থাপনা নির্মাণের কাজ করছে চীন। বাংলাদেশের অর্থনৈতিক বুনিয়াদ বিনির্মাণে চীনের আরো সহযোগিতা কামনা করেন মেয়র। বৈঠকে চীনা কমিউনিস্ট পার্টির এ শীর্ষ নেতা বাংলাদেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ খুব চমৎকার উল্লেখ করে বলেন, একটি দেশের উন্নয়নের জন্য দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। বর্তমান প্রধানন্ত্রীর নেতৃত্বে সেই অনুকূল পরিবেশ বিরাজ করছে। যার ফলে বাংলাদেশ উন্নয়নে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন আগামী এক থেকে দেড় দশকে চীন বাংলাদেশের জ্বালানি, বিদ্যুৎ ও যোগাযোগ খাতে হাজার হাজার কোটি ডলারের বিনিয়োগ করবে। চীন মনে করে সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন চীন বাংলাদেশের প্রধান বিনিয়োগকারী দেশে পরিণত হবে।
ময়র তাকে সিটি কর্পোরেশনের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন। সাক্ষাতকালে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি. জিমিং, ইউনান প্রভিনস কমিউনিষ্ট পার্টির ডেপুটি জেনারেল সেক্রেটারি ইয়াং হংবো, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, সিটি মেয়রের একন্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম উপস্থিত ছিলেন।

 

 



 

Show all comments
  • Nazim Uddin ১৬ নভেম্বর, ২০১৯, ৩:১৩ পিএম says : 0
    বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে, ব্যবসা-বাণিজ্য এবং কৃষি শিল্প ক্ষেত্রেও চীন সহযোগিতা করে এসেছে
    Total Reply(0) Reply
  • মহিব্বুল্লাহ ১৬ নভেম্বর, ২০১৯, ৩:১৫ পিএম says : 0
    চীনের সাথে আমাদের সম্পর্কের উন্নয়ন ঘটানো দরকার।
    Total Reply(0) Reply
  • রিয়াজ ১৬ নভেম্বর, ২০১৯, ৩:১৮ পিএম says : 0
    ভারতের চেয়ে চীনকে আমাদের বেশি প্রয়োজন এটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো আমাদের জন্য ততই মঙ্গলজনক হবে।
    Total Reply(0) Reply
  • লাভলু ১৬ নভেম্বর, ২০১৯, ৩:১৮ পিএম says : 0
    এটা আপনার দলকে বুঝান
    Total Reply(0) Reply
  • আবদুল মোতালেব ১৬ নভেম্বর, ২০১৯, ৩:১৯ পিএম says : 0
    চীনকে আমরা সব সময়ই ওয়েলকাম জানাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ