প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অন্য নামে অন্য ভূমিকায় ফুটবলার বধূ ‘জয়ী’ ফিরছেন জি বাংলার পর্দায়। ‘আলো ছায়া’ ধারাবাহিকে তরুণী আলোর ভূমিকায় দেখা যাবে তাকে। আর ছায়ার ভূমিকায় অভিনয় করবেন ঐন্দ্রিলা বোস। ঐন্দ্রিলা কালার্স বাংলার ‘শুভ দৃষ্টি’তে অন্তরা বসুর ভূমিকায় অভিনয় করেন; এই ধারাবাহিকে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন- গৌরব রায় চৌধুরী এবং ঐশ্বর্য সেন। দেবাদৃতা ‘জয়ী’তে ঋভুর ভূমিকায় দিব্যজ্যোতি দত্তের বিপরীতে জয়ী নামে এক ফুটবলার তরুণীর ভূমিকায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। স্টার জলসার ‘পটল কুমার গানওয়ালা’ ধারাবাহিকের শিশু শিল্পী হিয়া দে এখন আলোর ভূমিকায় অভিনয় করছে আর ছায়ার ভূমিকায় আছে স্মৃতি সিং। অচিরেই ধারাবাহিকটিতে বেশ কয়েক বছরের লিপ আসছে তাতে শিশু আলো ও ছায়া বিদায় নিয়ে আসবে তরুণ বয়সের তুই চরিত্র। ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন বিদীপ্তা চক্রবর্তী, কুশল চক্রবর্তী, সুদেষ্ণা রায়, সায়ন্তনী সেনগুপ্ত এবং অন্যরা। বাবা-মাকে হারাবার পর আলোকে তার মাসি (খালা) মৈত্রেয়ী (বিদীপ্তা) পরিবারে আশ্রিতা হয়ে থাকতে হয়। মৈত্রেয়ীর উচ্ছল কন্যা ছায়া আলোকে প্রথম গ্রহণ করতে না পারলেও শেষ তারা বন্ধুতে পরিণত হয়। আলো ছায়াকে পড়াশোনায় সাহায্য করে আর তাতে তাকে মাঝে মাঝে বিপাকে পড়তে হয়। ‘আলো ছায়া’র নতুন কাহিনীধারা এই মাসের শেষে শুরু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।