Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শি-হাল্কের ভূমিকায় টেসা টমসনকে চান মার্ক রাফেলো

| প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

মারভেলের সুপারহিরো হাল্ক অভিনেতা মার্ক রাফেলো মনে করে নারী-হাল্কের ভূমিকায় টেসা টমসন হবেন সবচেয়ে মানানসই। “টেসা টমসন এখন ভ্যালকাইরির ভূমিকায় আছেন তবে শি-হাল্কের ভূমিকায় তাকে দারুণ লাগবে,” রাফেলো বলেন, তিনি ২০১২ থেকে হাল্কের ভূমিকায় অভিনয় করে যাচ্ছেন। মারভেল প্রযোজক কেভিন ফাইগি গত আগস্টে ডিটোয়েন্টি থ্রি এক্সপোতে জানিয়েছিলেন ডিজনিপ্লাস ‘শি-হাল্ক’ সিরিজ নির্মাণ করবে, তিনি বলেন, “ব্রুস ব্যানার এমসিউতে (মারভেল সিনেমাটিক ইউনিভার্স) আর একমাত্র হাল্ক নয়।” “জেনিফার ওয়াল্টার্সও হাল্ক, সে একজন আইনজীবী। আমাদের নির্মিত সব ফিল্মের মধ্যে অনন্য এক সিরিজে তাকে দেখা যাবে,” ফাইগি বলেন। জেনিফার ওয়াল্টার্স ব্যানারের জ্ঞাতি বোন, সে রেগে গেলে হাল্কে পরিণত হয়। ব্যানারের থেকে রক্ত নেবার পর সে গামা পয়জনিংয়ের শিকার হয়, তাতে সেও হাল্কে পরিণত হয়। স্ট্যান লির কাহিনী আর জন বুসেমার অংকনে শি-হাল্ক ১৯৮০’র ফেব্রুয়ারিতে কমিক্স ‘স্যাভেজ শি-হাল্ক#১’-এ প্রথম আত্মপ্রকাশ করে। শি-হাল্ক সেই থেকে অ্যাভেঞ্জারস, ফ্যান্টাস্টিক ফোর, ডিফেন্ডার্স এবং শিল্ডের সদস্য। স্টেফানি বিয়েট্রিজও চরিত্রটি করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ