Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমতলীতে ২০ পদ শূন্য

পরিবার পরিকল্পনা কার্যালয়

তালুকদার মো. কামাল, আমতলী (বরগুনা) থেকে | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

আমতলী উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রম ব্যাহত হচ্ছে। জনবল সংকট প্রকট আকার ধারণ করছে।
এ বিভাগের ৬ ক্যাটাগরিতে ২০টিই পদ শূন্য। এতে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ মা ও শিশু সেবা ব্যাহত হচ্ছে।
তথ্য মতে, ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ৩ লক্ষাধিক জনসংখ্যায় ২টি মেডিকেল অফিসারের পদ থাকলেও ১টি পদ দীর্ঘ দিন শূন্য।
সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার ১টি পদের ১টি পদও শূন্য। সহকারী উপজেলা পরিবার কল্যান কর্মকর্তার ১টি পদের ১টি পদ শূন্য। ফার্মাসিস্ট ৫টি পদের ৩টি পদও শূন্য। পরিবার কল্যান সহকারীর ৫৭টি পদের ৮টি পদই শূন্য রয়েছে। আয়া ১০টি পদের ৬টি শূন্য রয়েছে।
এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলমগীর হোসাইন বলেন, জনবল সংকটে পরিবার পরিকল্পনার কার্যক্রম ব্যাহত হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ