Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুন্ডে আয়কর মেলা

সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

আয়কর থেকেই দেশের যাবতীয় উন্নয়ন কাজ হয়। আয়কর একটি দেশের সমৃদ্ধির মূল ভিত্তি। তাই উন্নয়ন ও পরিবর্তন চাইলে সবাইকে অবশ্যই আয়কর দিতে হবে। আর তা হলেই জননেত্রী শেখ হাসিনার হাত ধরে অতি অল্প সময়ে দেশ উন্নত দেশে পরিবর্তন হবে। আমরা সাবলম্বী হব, সকলে কর দিব এ সেøাগানকে সামনে রেখে গতকাল বেলা ১১টায় সীতাকুন্ড উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত দুই দিনব্যাপী আয়কর মেলা ২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি দিদারুল আলম এসব কথা বলেন। কর অঞ্চল চট্টগ্রাম-১ এর আয়োজনে চট্টগ্রামের যুগ্ন কর কমিশনার মো. সাইফুল আলমের সভাপতিত্বে ও শামস মো. নোমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সীতাকুন্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সীতাকুন্ড ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. খোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী মো. কামাল উদ্দিন ভূঁইয়া,অতিরিক্ত সহকারি কর কমিশনার পেয়ারু হোসেন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ