পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড ২০১৫ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১২.৭৫% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। সম্প্রতি রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত ব্যাংকের ৩১তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান এস এম আবু মহসীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সাধারণ সভায় ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম, অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম এফসিএ এফসিএস, পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং ব্যাংকের বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। সভায় ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও বহিঃ নিরীক্ষকদের প্রতিবেদন উত্থাপিত ও সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়। ব্যাংকের চেয়ারম্যান এস এম আবু মহসীন স্বাগত বক্তব্যে ব্যাংকের ব্যবসায়ীক অগ্রগতির মূল সূচকগুলো বর্ণনা করে বলেন, গ্রাহক সেবার মান বাড়ানোর মাধ্যমে ব্যাংক ক্রমান্বয়ে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।