Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাসজুড়ে জামদানি মেলা

প্রকাশের সময় : ২২ জুন, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার
রাজধানীতে চলছে মাসজুড়ে জামদানি মেলা। ঈদের ক্রেতাদের কাছে টানতে রাজধানীর বেইলি রোডে সিদ্ধেশরী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এটি চলছে। রোববার মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী  মেহের আফরোজ চুমকি এ মেলার উদ্বোধন করেন। বাংলাদেশ উইভার্স প্রডাক্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স বিজনেস অ্যাসোসিয়েশন আয়োজিত এ মেলায় স্টল রয়েছে ৭৫টি। এতে বাহারি জামদানি শাড়ি ছাড়াও টাঙ্গাইলের তাঁতের শাড়ি, রুহিতপুরি তাঁতের লুঙ্গি, কুষ্টিয়ার তাঁতের বেড কাভার, কুশন কাভার, তাঁতের থ্রিপিস, টেবিল ম্যাট, বুটিকের শাড়ি, জামা, ফতুয়াসহ গৃহস্থালির অন্যান্য পণ্য পাওয়া যাচ্ছে। মাসব্যাপী মেলা  প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত উম্মুক্ত থাকছে। মেলা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মো. ওসমান গনি বলেন, ক্রেতারা এখানে এসে তুলনামূলক কম দামে জামদানি শাড়ি কিনতে পারছে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের তাঁতবস্ত্র ও বুটিকসের পণ্য পাবে। তিনি জানান, দুই হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন দামের জামদানি শাড়ি এখানে পাওয়া যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাসজুড়ে জামদানি মেলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ