রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
তাড়াশে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকার সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখ।
বৃহস্পতিবার দুপুরে চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত নভেম্বর মাসের ১০ তারিখে একুশে টেলিভিশনে “হ্যালো লীডার” নামে একটি অনুষ্ঠানে এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজের কাছে উপস্থাপক জানতে চান ‘আপনার এলাকার মানুষ মেম্বারদের টাকা দেন, চেয়ারম্যানদের ঘুষ দেন বয়স্ক ভাতার কার্ড নিতে।’ জবাবে, এমপি তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখের নাম উল্লেখ করেন। ওই অনুষ্ঠানে কয়েকজন ভুক্তভোগীর সাক্ষাৎকারও প্রচার করা হয়। যাদের একজনও তার (চেয়ারম্যান মো. বাবুল শেখের) নাম বলেন নাই। ভুক্তভোগীরা রেজাউল নামে একজন ইউপি সদস্যর নাম প্রকাশ করেন। অথচ, রেজাউল নামে একজন ইউপি সদস্যও তাড়াশ সদর ইউনিয়ন পরিষদে নাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আকতারুজ্জামান, ছোলায়মান হোসেন, শ্রী ভুলন চন্দ্র, উষা রানী প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।