Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাগেশ্বরী থানা সড়কের বেহাল দশা

ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

মো. রফিকুল ইসলাম, নাগেশ্বরী (কুড়িগ্রাম) থেকে | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

কুড়িগ্রামের নাগেশ্বরী থানাগামী সড়কটির বেহাল অবস্থা হওয়ায় অতিষ্ট হয়ে পড়েছে পুলিশ প্রশাসনসহ অন্যান্য পথচারী। চরম ভোগান্তির শিকার থানা এলাকার লক্ষাধিক মানুষ। উপজেলা জাতীয় পার্টির অফিস থেকে নাগেশ্বরী থানা পর্যন্ত পুরো রাস্তাটিই খানাখন্দে ভরপুর। পুরো রাস্তাটির কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন জায়গায় বড় বড় খালের সৃষ্টি হয়ে অচলাবস্থা হয়েছে। চলাচলে দায় হয়ে পড়েছে অন্ধকারে। চলতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে পথচারীকে। থানাবাসীর নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য অতি-জরুরি মেরামত প্রয়োজন ২শ’ মিটারের এ সড়ক। প্রয়োজনীয় নানা কাজে ২৪ ঘণ্টার জন্য এ রাস্তা দিয়ে থানায় সেবা নিতে যাতায়াত করেন থানা এলাকার ১টি পৌরসভা এবং ১০টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। অথচ সংস্কারের জন্য নজর নেই স্থানীয় জনপ্রতিনিধি কিংবা উর্ধ্বতন কর্তৃপক্ষের। জনগুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করলেও সংস্কারের কোনো নাম না থাকায় ক্ষুব্ধ নানা শ্রেণিপেশার মানুষ। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানায়, খানাখন্দকে ভরা এ রাস্তা দিয়ে চলাচল করা দুস্কর। সামান্য বৃষ্টিতেই খালে পানি জমে থাকে। থানায় যাওয়া আসা অনেক কষ্টের হয়ে যায়। পুলিশ সদস্যরা জানায়, দিন-রাত অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা। কিন্তু এ রাস্তা দিয়ে চলাচল তাদের কাজে বিঘœ ঘটায়। নিজের ভোগান্তির সাথে সাথে ভোগান্তিতে পড়েন থানায় সেবা নিতে আসা জনসাধারণও। নাগেশ্বরী থানার ওসি রওশন কবীর বলেন, বিষয়টি পৌরসভার মেয়রকে অনেকবার বলা হয়েছে। রাস্তাটি সংস্কার করবে করবে করে ৬ মাস পেরিয়ে গেলো। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বিষয়টি উপজেলা পরিষদের সমন্বয় মিটিংয়েও জানানো হয়েছে। তবুও কাজ হয়নি। জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কার না হওয়ায় আমাদের প্রশাসনিক কাজেও বিঘœ ঘটছে।
এ ব্যাপারে নাগেশ্বরী পৌর মেয়র আব্দুর রহমান বলেন, আগামী ১০-১৫ দিনের মধ্যে সড়কের সংস্কার কাজের টেন্ডার হবে। টেন্ডার হলে আশা করি ১ মাসের মধেই কাজ শুরু হবে।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ