রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাদারীপুরে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের শারিস্তাবাদ এলাকায় এ মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় তারা পাইকপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আক্কাস খানকে পিটিয়ে হত্যার প্রতিবাদ জানান। পাশাপাশি এ ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। তা না হলে আসামিতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মুন্না, সাবেক চেয়ারম্যান শাজাহান খান, নিহতের স্বজনসহ অনেকেই।
গত ৭ নভেম্বর ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নুর ইসলামের লোকজন পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য আক্কাস খানকে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গত শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইউপি সদস্য আক্কাস খান। পরে ১১ নভেম্বর নিহতের স্ত্রী রাশিদা বেগম বাদী হয়ে ২৫ জনের বিরুদ্ধে রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।