প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড শীর্ষ পাঁচ
১ বালা
২ হাউসফুল ফোর
৩ উজদা চামান
৪ বাইপাস রোড
৫ ড্রাইভ
বালা
অমর কৌশিক পরিচালিত ড্রামা ফিল্ম।
যৌবনে মাতার চুল ঝরতে শুরু করলে বালমুকুন্দ (আয়ুষ্মান খুরানা) খুব উদ্বিগ্ন হয়ে পড়ে। লতিকা (ভূমি পেদনেকার) তার দীর্ঘদিনের বন্ধু কিন্তু সামাজিক সংজ্ঞায় সুন্দরী নয় বলে তার সঙ্গে প্রেম করার কথা ভেবে দেখেনি বালা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মাথায় চুলও কমে যায়। ক্যাপ পরে আর আধঢাকা আয়নার সামনে দাঁড়িয়ে সে তার অপূর্ণতা ঢাকার চেষ্টা করে। ২১০ উপায় চেষ্টা করার পর সে পরচুলার আশ্রয় নেয় এবং পরীর (ইয়ামি গৌতম) সঙ্গে তার পরিচয় হয়। পরী সুন্দরী এবং ‘টিক-টক’ কুইন নামে খ্যাত। পরীর প্রতি আকৃষ্ট হয় বালা পরীও তার প্রেমে পড়ে যায় পরচুলার বিষয়টি না জেনেই। কিন্তু একসময় তো সব ফাঁস হবেই তখন লতিকার ভূমিকা কী হবে?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।