Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

হলিউড শীর্ষ পাঁচ
১ মিডওয়ে
২ প্লেয়িং উইথ ফায়ার
৩ ডক্টর স্লিপ
৪ টার্মিনেটর : ডার্ক ফেইট
৫ লাস্ট ক্রিসমাস

মিডওয়ে
রোলান্ড এমারিক পরিচালিত ইতিহাসভিত্তিক ওয়ার-অ্যাডভেঞ্চার ফিল্ম ‘মিডওয়ে’। ‘মুন ফর্টিফোর’ (১৯৯০), ‘ইউনিভার্সাল সোলজার’ (১৯৯২), ‘স্টারগেট’ (১৯৯৪), ইন্ডিপেনডেন্স ডে’ (১৯৯৬), ‘গডজিলা’ (১৯৯৮), ‘দ্য পেট্রিয়ট’ (২০০০), ‘দ্য ডে আফটার টুমরো’ (২০০৪), ‘টেন থাউজেন্ড বিসি’ (২০০৮), ‘টোয়েন্টি টুয়েল্ভ’ (২০০৯), ‘অ্যানোনিমাস’ (২০০১) এবং ‘ইনডিপেনডেন্স ডে : রিসারজেন্স’ এমারিক পরিচালিত চলচ্চিত্র।
১৯৪১। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ইন্টেলিজেন্স ব্যর্থতার কারণে পার্ল হারবারে জাপানের সফল আক্রমণের পরের ঘটনা। মিলিটারি ইন্টেলিজেন্স কর্মকর্তা এডউইন লেটনকে (প্যাট্রিক উইলসন) বিশ্লেষণের দায়িত্ব দেয়া হয় যাতে অচিরে এমন বিপর্যয় না ঘটে। জাপানিদের পরবর্তী লক্ষ্য কী জানতে চাওয়া হয় তার কাছে। বিশ্লেষণের পরে সে জানায় মিডওয়ে দ্বীপপুঞ্জই সম্ভাব্য লক্ষ্য। তার উর্ধ্বতনরা জানায় তার পূর্বাভাস ভুল। লেটন প্রমাণ করে তার তথ্য সঠিক। মার্কিন নৌবাহিনী তার তথ্যর ওপর ভিত্তি করে প্রস্তুতি নিয়ে রাখে কারণ আরেক পার্ল হারবার হতে দেয়া যাবে না। লেটনের পূর্বাভাসই সত্য প্রমাণিত হয়। এর ফলে ১৯৪২-এর ৪ থেকে ৬ জুন ঘটে প্রশান্ত মহাসাগরে সর্বকালের সবচেয়ে বড় যুদ্ধ ‘ব্যাটল অফ মিডওয়ে’।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ