Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আয়ে ও প্রশংসায় এগিয়ে ‘বালা’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

গত শুক্রবার বলিউডের ‘বালা’, ‘বাইপাস রোড’, ‘শিকারা- এ লাভ স্টোরি ফ্রম কাশ্মির’, ‘দোস্তি জিন্দাবাদ’ এবং ‘স্যাটেলাইট শঙ্কর’ ফিল্ম পাঁচটি মুক্তি পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা ছিল ‘বালা’র, আর ফিল্মটি পুরো প্রত্যাশাই পূরণ করেছে; প্রশংসা আর আয় দুটিতেই ‘বালা’ আলোচনায় আছে। উল্লেখযোগ্য বা তুলনীয় না হলেও আয়ের বিবেচনায় যথাক্রমে ‘বাইপাস রোড’ এবং ‘স্যাটেলাইট শঙ্কর’ ফিল্ম দুটির অবস্থান এর পরেই। অমর কৌশিকের পরিচালনায় ড্রামা ‘বালা’তে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, ভূমি পেদনেকার, ইয়ামি গৌতম, সৌরভ শুক্লা, জাভেদ জাফরি, সীমা পাহবা এবং অভিষেক ব্যানার্জী। ১০.১৫ কোটি রুপিতে ফিল্মটির যাত্রা শুরু। শনিবার ও রবিবারের ১৫.৭৩ কোটি রুপি এবং ১৮.০৭ কোটি রুপি আয়ে সপ্তাহান্তের আয় ৪৩.৯৫ কোটি রুপি। সোমবারের আয় ৮.২৬ কোটি রুপি। রেটিং পাঁচে চার তারকা। থ্রিলার ফিল্ম ‘বাইপাস রোড’ পরিচালনা করেছেন নমন নিতিন মুকেশ; এতে অভিনয় করেছেন নীল নিতিন মুকেশ, আদাহ শর্মা, গুল পানাগ, রজিত কাপুর, শামা সিকান্দার, সুধাংশু পান্ডে, মনীশ চৌধারি, মুকেশ ভাট এবং তাহের শাব্বির। ৭২ লাখ রুপিতে শুরু করে মঙ্গলবার পর্যন্ত আয় ২.৪৫ কোটি রুপি। রেটিং পাঁচে দুই তারকা। ইরফান কামাল পরিচালিত অ্যাকশন ফিল্ম ‘স্যাটেলাইট শঙ্কর’-এ অভিনয় করেছেন সুরজ পাঞ্চোলি, মেঘা আকাশ, অনিল রেজি এবং পারোমি ঘোষ। ৫০ লাখ রুপিতে শুরু করে মঙ্গলবার পর্যন্ত আয় ১.৩৪ কোটি রুপি। রেটিং পাঁচে দুই তারকা। ‘হাউসফুল ফোর’-এর মঙ্গলবার পর্যন্ত আয় ২০০.৫৮ কোটি রুপি। ‘উজদা চামান’ এই সপ্তাহান্ত পর্যন্ত আয় করেছে ১২ কোটি রুপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ