Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল ‘মারযাবাঁ’ মুক্তি পাচ্ছে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

আসছে সপ্তাহে ‘মারযাবাঁ’সহ বলিউডে ছয়টি ফিল্ম মুক্তি পাবে। এর মধ্যে ‘ঝাল্কি’ মুক্তি পেয়েছে আজ আর শুক্রবার মুক্তি পাবে ‘মারযাবাঁ’, ‘মোতিচুর চাকনাচুর’, ‘কিপ সেইফ ডিস্ট্যান্স’, ‘বাগপাত কা দুলহা’, ‘মারনে ভি দো ইয়ারোঁ’। রোমান্স অ্যাকশন ফিল্ম ‘মারযাবাঁ’ মুক্তি পাচ্ছে টি-সিরিজ সুপার ক্যাসেটস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এমে এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের ব্যানারে। সঙ্গীত পরিচালনা করেছেন। প্রযোজনা করেছেন নিখিল আডবানি, ভূষণ কুমার, কৃষণ কুমার, মনীষা আডবানি, মাধু ভোজোয়ানি এবং দিব্য খোসলা কুমার। মিলাপ জাবেরির পরিচালনায় অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, রিতেশ দেশমুখ, তারা সুতারিয়া, রাকুল প্রীত সিং, নাসের, বিক্রমজিত কানোয়ারপাল, রবি কিষণ, শাদ রান্দেভা এবং নৃত্য দৃশ্যে নোরা ফাতেহি এবং নুশরাত ভারুচা। ইয়ো ইয়ো হানি সিং, তনিষ্ক বাগচী, মিত ব্রাদার্স এবং পায়েল দেব। প্যানোরামা স্টুডিওসের ব্যানারে ‘ঝাল্কি’ মুক্তি পাবে। অ্যাকশন ড্রামাটি প্রযোজনা করেছেন ব্রহ্মানন্দ সিং এবং আনন্দ চাবান। ব্রহ্মানন্দ সিংয়ের পরিচালনায় অভিনয় করেছেন বোমান ইরানি, দিব্য দত্ত, সঞ্জয় সুরি, তন্নিষ্ঠা চ্যাটার্জী, গোবিন্দ নামদেব, জয় সেনগুপ্ত, বাচান পাছেরা, অখিলেন্দ্র মিশ্র কৈলাশ সত্যার্থী এবং সঞ্চিতা গোস্বামী। সন্দেশ শাÐিল্য সঙ্গীত পরিচালনা করেছেন। রামা মেহরা পরিচালিত ‘কিপ সেইফ ডিস্ট্যান্স’-এ অভিনয় করেছেন জয় যাদব, সাগরিকা নেহা, কিরণ কুমার এবং শাহবাজ খান। রোমান্স কমেডি ‘মোতিচুড় চাকনাচুড়’ পরিচালনা করেছেন দেবমিত্র বিস্বাল; অভিনয় করেছেন নেওয়াজউদ্দিন সিদ্দিকি, আতিয়া শেট্টি, বিভা ছাব্বার এবং নবনী পারিহার। করণ কাশ্যপ পরিচালিত ‘বাগপাত কা দুলহা’তে অভিনয় করেছেন জে সিং, রুচি সিং, লোকেশ মালিক এবং অমিত কাসেরা। কাশ্মিরা শাহ পরিচালিত ‘মারনে ভি দো ইয়ারোঁ’তে অভিনয় করেছেন ক্রুশনা অভিষেক,ঋষভ চৌহান এবং কাশ্মিরা শাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ