Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিরোজপুরে ৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পিরোজপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৯, ৪:২৫ পিএম

শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ”-এ প্রতিপাদ্যকে ধারণ করে এবং মুজিব বর্ষেই শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার পিরোজপুরের ভান্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানি উপজেলায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেছেন। এর ফলে ওই তিনটি উপজেলায় ১ হাজার ৭শ’৯৯ কিলোমিটার নির্মিত বৈদ্যুতিক লাইনের সুফল ভোগ করবে ১৫২টি গ্রামের ৬৮ হাজার ১শ’ ৮৪ জন বিদ্যুৎ গ্রাহক। আর এ জন্য বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থ ও বিদেশী সংস্থা থেকে রৃন প্রাপ্ত সর্বমোট ৩শ’৫৯ কোটি ৮ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে।

পিরোজপুর জেলা প্রশাসকের হল রুমে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম। এসময় জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল, সাধারন সম্পাদক এমএ হাকিম হাওলাদার, জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, প্রশাসনের কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানগন, বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, আইনজীবী ও সাংবাদিকগন এসময় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ