Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন সড়ক-আইন সম্পর্কে ব্যাপক সচেতনতা প্রয়োজন

চট্টগ্রামে প্রচারণা উদ্বোধনে মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

নতুন সড়ক-আইন সম্পর্কে ব্যাপক সচেতনতা প্রয়োজন উল্লেখ করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নতুন এ আইন সম্পর্কে সকল মহল এখনও সচেতন নয়। তাই নিরাপদ নতুন সড়ক পরিবহন আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে আরও জোরালো কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।

গতকাল মঙ্গলবার জিইসি চত্বরে সড়ক পরিবহন আইন-২০১৮ এর জনসচেতনতা সম্পর্কে প্রচারণামূলক কার্যক্রম উদ্বোধনকালে মেয়র একথা বলেন। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম এ সচেতনতা কার্যক্রমের আয়োজন করে। উদ্বোধনের পর সিটি মেয়র নাছির পথচারী, পরিবহন মালিক, শ্রমিকদের মাঝে লিফলেট বিতরণ করেন।

মেয়র নাছির বলেন, নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে জনসচেতনতার পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক, হেলপার ও পথচারীদের সম্মিলিত উদ্যোগই এ সড়ক আইন বাস্তবায়ন সম্ভব। ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার ট্রাফিক (উত্তর) আমির জাফর, বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক প্রমুখ।
মেয়র হেলথ কার্ড : নগরীর রেডিসন ব্লু’র বে-ভিউ হলে দি ওয়াল্ড ব্যাংক আয়োজিত নগর এলাকায় স্বাস্থ্য, পুষ্টি এবং জনসংখ্যা প্রকল্প বিষয়ক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনকালে মেয়র নাছির বলেন, নগরীর হতদরিদ্র পরিবারকে ৪১ হাজার ‘মেয়র হেলথ কার্ড’ প্রদান করা হবে।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ