বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর বাকলিয়ার একটি বাসায় অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে ছয় বোতল বিদেশি মদ, ১২ পিস ইয়াবা ও অনলাইনে জুয়া খেলায় ব্যবহৃত ১০টি মোবাইল ফোন। সোমবার গভীর রাতে বৌবাজার এলাকায় সালমা মঞ্জিলের ৪র্থ তলা ভবনে এ অভিযান পরিচালনা করে র্যাব।
র্যাব জানায়, মো. রিগানের (৩৩) ভাড়াকৃত বাসায় মাদকদ্রব্যসহ অনলাইন জুয়ার অন্যতম কয়েকজন হোতা অবস্থান করছে-এমন খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে যায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. আব্দুল কুদ্দুস (৩৭), মো. আরিফ হোসেন (২৮) এবং মো. শরিফ উদ্দিন ওরফে রাফিকে (৩২) গ্রেফতার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে অনলাইনে জুয়া পরিচালনায় তাদের সম্পৃক্ততা, অনলাইনে অবৈধ উপায়ে ডলার কেনাবেচা এবং হু-ির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান র্যাব কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।