বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : জেলার শ্যামনগর উপজেলার নৈকাটি গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওই দুই শিশু হলো, নৈকাটি গ্রামের শফিকুল গাজীর ছেলে রবিউল ইসলাম গাজী (৬) ও হরিপদ মণ্ডলের মেয়ে ফাল্গুনি মণ্ডল (৭)।
হরিপদ মণ্ডল জানান, আজ সকাল ১০টার দিকে শফিকুল গাজীর পুকুরে গোসল করার সময় তারা ডুবে যায়। বহু খোঁজাখুঁজির একপর্যায়ে দুই ঘণ্টা পর জাল দিয়ে পুকুর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। রবিউল ও ফাল্গুনি স্থানীয় আহছানিয়া মিশন বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত।
কৈখালী ইউপির ৯ নং ওয়ার্ডের সদস্য জিএম আজগর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু দুটির লাশ দাফন করা হয়েছে। শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক বলেন, এ ধরনের কোনো খবর পাননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।