Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহরাস্তিতে মাদক বিক্রেতা আটক

শাহরাস্তি (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

শাহরাস্তিতে ২জন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতের বাড়ি শাহ্রাস্তি উপজেলার মেহার দক্ষিণ ইউনিয়নের দেবকরা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মো. সাহাব উদ্দিন (৩৬) গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার গভীর রাতে মেহার কালীবাড়ি এলাকা থেকে ৫পিচ ইয়াবা ও ২পুড়িয়া গাঁজাসহ তাকে শাহ্রাস্তি থানার এস আই শেখ কামাল, এ এস আই সোহেল ও তার সাথের ফোর্স নিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। অপরজন শাহ্রাস্তি উপজেলার মেহার উত্তর ইউনিয়নের নয়নপুরা গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র মাঈন উদ্দিন (২৮) তাকে রাত ১১টায় নযনপুরা এলাকায় ১০০ গ্রাম গাঁজাসহ গোপন সংবাদের ভিত্তিতে শাহ্রাস্তি থানার এস আই আব্দুল আওয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে আটক করে থানায় নিয়ে আসে। এদের বিরুদ্ধে শাহ্রাস্তি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ